Servify নামে একটি কোম্পানির সাথে হাত মিলিয়ে Nokia ফোনের বিমা ঘোষণা করল HMD Global। 399 টাকা থেকে Nokia ফোনের বিমার দাম শুরু হচ্ছে। তিনটি আলাদা প্ল্যানের এই বিমা কেনা যাবে। সাধারন ওয়্যারিন্টির বাইরে কাজ করবে এই বিমা। তিনটি প্ল্যানের বৈধতা 12 মাস।
প্রথম প্ল্যানে দূর্ঘটনা ও তরল পদার্থে Nokia ফোনের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে। দেইওীয় প্ল্যানে থাকছে স্ক্রিন প্রোটেকশান। কোনভাবে ফোনের ডিসপ্লে ভেঙে গেলে এই প্ল্যানের অধীনে Nokia ফোনের ডিসপ্লে বদলে নেওয়া যাবে। তৃতীয় প্ল্যানটি হল বর্ধিত ওয়্যারিন্টি। প্রথম দুটি প্ল্যান ফোন কেনার 15 দিনের মধ্যে কিনতে হবে। তবে তৃতীয় প্ল্যানটি ফোন কেনার 365 দিনের মধ্যে কিনতে হবে বলে জানিয়েছে HMD Global।
কোম্পানি জানিয়েছে Nokia ও Servifyএর ওয়েবসাইটে এই বিমার বিষয়ে সব তথ্য বিস্তারে জানা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন