Photo Credit: OnePlus
OnePlus 12 স্মার্টফোনটির সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে OnePlus কোম্পানী এবার আনতে চলেছে OnePlus 13। 2023 সালের ডিসেম্বর মাসে চীনে OnePlus 12 স্মার্টফোনটি সর্বপ্রথম উন্মোচিত করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী বিগত কয়েক সপ্তাহ ধরে নতুন OnePlus 13 হ্যান্ডসেটটির কাজ করা নিয়ে, গুজব ছড়ানো হচ্ছে।
ইতিমধ্যেই এটির বিশেষ কিছু তথ্য ফাঁস হয়ে গেছে যেমন - বৈশিষ্ট্য, প্রসেসর,ব্যাটারী, চার্জিং ব্যাবস্থা ইত্যাদি। এছাড়াও স্মার্টফোনটির আনুমানিক দাম,প্রত্যাশিত লঞ্চের সময়সীমা এবং পরিবর্তিত ডিজাইন সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে।
একজন টিপস্টার এটির প্রত্যাশিত ব্যাটারী ,চার্জিং ব্যাবস্থা এবং ক্যামেরা সম্বন্ধিত কিছু তথ্য প্রকাশ করেছেন।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দ্বারা Weibo - র মাধ্যমে প্রকাশিত একটি পোস্ট অনুসারে (চীনা ভাষা থেকে অনুবাদ করা) OnePlus 13 হ্যান্ডসেটটি 6000 mAh ক্ষমতাশালী ব্যাটারী দ্বারা সজ্জিত হতে পারে।
এই তথ্যটি সাম্প্রতিক Gizmochina প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে ,স্মার্টফোনটি 100W এর তারযুক্ত এবং 50W তারবিহীন দ্রুত চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করতে চলেছে।
আশা করা হচ্ছে যে, OnePlus 13 ফোনটি f/1.6 অ্যাপারচার সহ Sony LYT-808 এর 50-মেগাপিক্সেল ক্যামেরার সমন্বয়ে আসতে চলেছে।
এছাড়াও হ্যান্ডসেটটিতে একটি 0916T হ্যাপটিক মোটর থাকবে বলে জানা যাচ্ছে। উপরোক্ত বৈশিষ্ট্যগুলি বর্তমানে OnePlus 12 এ উপস্থিত বৈশিষ্ট্যগুলির মতো।
পূর্বের কিছু ফাঁস হওয়া তথ্য থেকে অনুমান করা হচ্ছে খুব সম্ভবত নতুন ফোনটি Snapdragon 8 Gen 4 চিপসেট প্রসেসর দ্বারা চালিত হতে চলেছে। স্মার্টফোনটিতে ক্যামেরা বৈশিষ্ট্যর মধ্যে একটি 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড যুক্ত ক্যামেরা এবং একটি 3x অপটিক্যাল জুম সমৃদ্ধ 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে।
খুব সম্ভবত নতুন স্মার্টফোনটি 120Hz রিফ্রেস রেট যুক্ত 2k সমতল ডিসপ্লে দ্বারা সজ্জিত হতে চলেছে। এটির প্রান্তভাগগুলি সামান্য বক্র রূপে আবির্ভূত হবে বলে মনে করা হচ্ছে।
OnePlus 13 ফোনটিকে জল এবং ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এটিতে IP69 রেটিং নির্মিত করা হয়েছে।
নিরাপত্তার জন্য ফোনটি অতিধ্বনিক (ultrasonic) ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সহ উপস্থাপিত হতে পারে।
পূর্বের একটি রিপোর্ট অনুযায়ী OnePlus 13 হ্যান্ডসেটটি চলতি অর্থ বছরের অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে লঞ্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খুব সম্ভবত হ্যান্ডসেটটিতে বৃত্তাকারে সজ্জিত ক্যামেরা মডিউলের বৈশিষ্ট্য না থাকলেও, OnePlus 12 স্মার্টফোনটির মতো লেন্সের বিন্যাস একই থাকবে বলে মনে করা হচ্ছে।
অনুমান করা হচ্ছে, দামের ক্ষেত্রেও একইভাবে এটি আগের মডেলটিকে অনুকরণ করতে চলেছে। বাজারে উপস্থাপনের সময় OnePlus 12 স্মার্টফোনটির 12জিবি RAM এবং 256 জিবি স্টোরেজের বিকল্পের জন্য দাম ছিল 64,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন