Photo Credit: OnePlus
OnePlus কোম্পানী খুব শীঘ্রই OnePlus 13R হ্যান্ডসেটটি চলতি বছরে শুরুতে লঞ্চ হওয়া OnePlus 12R-এর উত্তরসূরী হিসেবে উন্মোচন করতে পারে। সম্প্রতি এই স্মার্টফোনটি একটি বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছে। ইতিমধ্যেই কোম্পানী চীনের বাজারে OnePlus-এর ফ্লাগশিপ মডেল OnePlus 13 হ্যান্ডসেটটি লঞ্চ করেছে, এবং আশা করা যাচ্ছে আসন্ন মাসগুলিতে এটি বিশ্বের বাজারেও উন্মোচিত হবে। এইসমস্ত দেখে এখন আমরা ধারণা করতে পারি OnePlus 13R আমাদের কাছে কি বৈশিষ্ট্য নিয়ে আসতে পারে, অবশ্যই এটি কোম্পানির উচ্চমানের স্মার্টফোন হিসেবে আসতে চলেছে।
“OnePlus CPH2624” মডেল নম্বরের সাথে একটি হ্যান্ডসেট গিকবেঞ্চে তালিকাভুক্ত করা হয়েছে (Via MySmartPrice)। আশা করা যাচ্ছে,এই স্মার্টফোনটিই OnePlus 13R রূপেই উন্মোচিত হবে, তবে কোম্পানি এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু ঘোষণা করেনি। বিগত কিছু বছরের মধ্যে কোম্পানি দুটি স্মার্টফোন রিলিজ করেছে, যার মধ্যে একটি ফ্লাগশিপ মডেল এবং আর একটি কম প্রিমিয়াম স্পেসিফিকেশনের সাথে সামান্য কম দামের মডেল।
গিকবেঞ্চের তালিকায় প্রকাশ করা হয়েছে যে, কথিত হ্যাণ্ডসেটটিতে “pineapple' নামক একটি মাদারবোর্ড আছে, যেটি থেকে মনে করা হচ্ছে, OnePlus 13R হ্যান্ডসেটটি Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে। এই একই প্রসেসর বর্তমান জেনারেশনের OnePlus 12-এর মডেলগুলিতে দেখতে পাওয়া যায়।
গিকবেঞ্চের তালিকা অনুযায়ী,OnePlus 13R হ্যান্ডসেটটিতে অন্তত 12জিবি RAM যুক্ত থাকবে। Oneplus 13-এর মত এটিও Android 15-এর সাথে আসতে পারে, যা প্রথম থেকেই কোম্পানির OxygenOS 15-দ্বারা চালিত হবে। এছাড়াও বেঞ্চমার্ক রেজাল্টেও, ফোনটিকে এই একই অ্যানড্রয়েড সংস্করণ দ্বারা চালিত হবে বলে দেখা গিয়েছে।
বেঞ্চমার্ক স্কোর থেকেই, OnePlus 13R হ্যান্ডসেটটির কার্যক্ষমতার বৈশিষ্ট্য সম্পর্কে বোঝা যাচ্ছে। আলোচিত হ্যান্ডসেটটি সিঙ্গেল-কোর পরীক্ষায় 2,238 এবং মাল্টি-কোর পরীক্ষায় 6,761-পয়েন্ট পেয়েছে। ফলাফল অনুযায়ী, আসন্ন হ্যান্ডসেটটি গিকবেঞ্চের তালিকায় OnePlus 12-এর তুলনায় সামান্য বেশি মান লাভ করেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন