Photo Credit: OnePlus
চীনের বাজারে অক্টোবর মাসে Oneplus 13 উন্মোচিত হয়েছে এবং বর্তমানে কোম্পানির এই নতুন ফ্লাগশিপ মডেলটি নিশ্চিতভাবে ভারত সহ বিশ্বের বাজারেও উপস্থিত হতে চলেছে। একজন টিপস্টার একটি প্রচারমূলক ব্যানার শেয়ার করেছে, যেটি আগে ফাঁস হয়ে গেছিলো এবং এখানে ফোনটির বিশ্বের বাজারে লঞ্চের তারিখ সম্বন্ধিত তথ্য প্রকাশ করা হয়েছে। আশা করা যাচ্ছে, বিশ্ব-বাজারের সংস্করণটিও চীনের বাজারে উন্মোচিত সংস্করণটির মতো একইধরনের হবে। এই ফ্লাগশিপ মডেলের সাথেই OnePlus 13R-এর আসবে বলে আশা করা হচ্ছে এবং বলা হচ্ছে এটি OnePlus Ace 5-এর পুনঃব্র্যান্ডেড সংস্করণ।
টিপস্টার Abhishek Yadav (@yabhishekhd) X-এর মাধ্যমে ফাঁস হওয়া একটি ব্যানার পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, শীতকালীন লঞ্চিং অনুষ্ঠানটিতে ঘোষণা করা হতে পারে যে, 2025সালের জানুয়ারি মাসের 7 তারিখে OnePlus 13-সিরিজটি ভারত সহ বিশ্বের বাজারে লঞ্চ করা হবে, অনুষ্ঠানটি রাত্রি 9টায় (IST) হবে। আশা করা যাচ্ছে, OnePlus 13 এই ফ্ল্যাগশিপ মডেলটির সাথে, লাইনআপটিতে OnePlus 13R যোগ করতে পারে।
এরআগে কোম্পানি নিশ্চিত করেছে যে, ভারতে OnePlus 13 হ্যান্ডসেটটি অ্যামাজন এবং OnePlus India ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে। হ্যান্ডসেটটি আর্কটিক-ডন, ব্ল্যাক-ইক্লিপস এবং মিডনাইট-ওশান রঙের বিকল্পে আসার জন্য সম্ভাবনা আছে।
OnePlus 13-এর চীনের সংস্করণটিতে একটি 6.82ইঞ্চির Quad-HD+ LTPO AMOLED স্ক্রিন আছে। যেটির রিফ্রেশ রেট 120Hz, যেটি সর্বোচ্চ 4,500নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করে এবং ডলবি ভিশনকে সমর্থন করে। হ্যান্ডসেটটি 24জিবি পর্যন্ত LPDDR5X RAM এবং 1টিবি পর্যন্ত UFS 4.0 অন্তর্ভুক্ত স্টোরেজ সহ একটি Snapdragon 8 Elite SoC যুক্ত করা আছে। হ্যান্ডসেটটি Android 15-ভিত্তিক ColorOs 15 দ্বারা চালিত।
OnePlus 13-এর চীনা সংস্করণটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড শুটার এবং 3x অপটিক্যাল জুম সুবিধা সহ একটি 50মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকছে। এটির সামনের ক্যামেরাটিতে 32মেগাপিক্সেলের সেন্সর দেওয়া আছে। হ্যান্ডসেটটি 100W এর তারযুক্ত এবং 50W-এর তারবিহীন চার্জিং ব্যবস্থা সমর্থিত একটি 6000mAh ব্যাটারী দ্বারা চালিত।
উল্লেখযোগ্যভাবে OnePlus Ace 5 নিশ্চিতভাবে চীনের বাজারে Snapdragon 8 Gen 3 চিপসেটের সাথে লঞ্চ হবে। এটি বর্তমানে OnePlus Ace 5 Pro-এর সাথেই প্রি-রিজার্ভেশনের জন্য উপলব্ধ। এটি সম্ভবত 26সে ডিসেম্বর উন্মোচিত হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন