OnePlus 13s ভারতে 5,850mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে।
 
                OnePlus 13s ভারতে একঝাঁক কালার অপশনে পাওয়া যাবে
OnePlus 13s অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। এটি ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ সিরিজের নতুন মডেল। হাই-পারফরম্যান্সের জন্য, স্মার্টফোনটিতে পাওয়ারফুল Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে। সারাদিন কাজের ব্যাকআপ নিশ্চিত করার লক্ষ্যে 5,850mAh ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি রয়েছে। এটি 80W চার্জারে ঝড়ের গতিতে চার্জ হবে। নতুন ফোনটির একটি চমকপ্রদ বৈশিষ্ট্য হল কাস্টমাইজেবল প্লাস কী। যার একটি মাত্র প্রেসেই AI Plus Mind স্পেস চালু করা যাবে। আবার ক্যামেরা খোলা, অন-স্ক্রিন টেক্সট অনুবাদ করা বা ফ্ল্যাশলাইট চালু করার জন্যও ইচ্ছামতো কাস্টমাইজ করা যেতে পারে।
ভারতে OnePlus 13s এর দাম 54,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা 12GB র্যাম + 256GB স্টোরেজের মূল্য। এটি 12GB র্যাম + 512 GB স্টোরেজ অপশনেও পাওয়া যাবে যার দাম 59,999 টাকা। এটি ব্ল্যাক ভেলভেট, গ্রিন সিল্ক এবং পিঙ্ক সাটিন রঙে উপলব্ধ। তবে উচ্চতর সংস্করণটি শুধুমাত্র কালো এবং সবুজ রঙে কিনতে পারবেন। 12 জুন থেকে Amazon, OnePlus India ই-স্টোর এবং নির্বাচিত অফলাইন দোকানের মাধ্যমে ফোনটির বিক্রি শুরু হবে।
OnePlus 13s-এর প্রি-অর্ডার ইতিমধ্যেই নেওয়া চালু হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 5,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। আবার গ্রাহকরা এক্সচেঞ্জের ক্ষেত্রে 5,000 টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা নিতে পারবেন। আবার নয় মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশনেও কেনার সুযোগ আছে।
OnePlus 13s এর সামনে একটি 6.32-ইঞ্চি 1.5K (1,216×2,640 পিক্সেল) LTPO ProXDR ডিসপ্লে রয়েছে, যা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট, সর্বোচ্চ 1,600 nits উজ্জ্বলতা এবং 2,160Hz PWM ডিমিং রেট সাপোর্ট করে। স্ক্রিনটিতে অ্যাকোয়া টাচ 2.0 প্রযুক্তি এবং গ্লোভ মোড থাকার কারণে ভেজা বা গ্লাভস পরা হাতেও ব্যবহার করা যাবে। Snapdragon 8 Elite চিপসেট, 12GB LPDDR5X র্যাম এবং 512GB পর্যন্ত UFS 4.0 অনবোর্ড স্টোরেজ ফোনটিকে পাওয়ারহাউস করে তুলেছে। এটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক OxygenOS 15 কাস্টম স্কিনে রান করবে।
ক্যামেরা ডিপার্টমেন্টে, OnePlus 13s এর ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। 50 মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি সেন্সরটি f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সাপোর্ট করে। আরেকটি ক্যামেরা হল 50 মেগাপিক্সেল S5KJN5 টেলিফটো লেন্স। এটি f/2.0 অ্যাপারচার, 2x অপটিক্যাল জুম এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে f/2.0 অ্যাপারচার এবং EIS সাপোর্ট সহ 32 মেগাপিক্সেল সেন্সর উপলব্ধ।
OnePlus 13s এর 5,850mAh ব্যাটারি 80W SuperVOOC চার্জিং অফার করে। নিরাপত্তার জন্য, হ্যান্ডসেটটিতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্মার্টফোনের কাস্টমাইজেবল প্লাস দীর্ঘক্ষণ প্রেস করে রিং, ভাইব্রেট এবং সাইলেন্ট মোডের মধ্যে স্যুইচ করা যাবে। এর মাধ্যমে এআই প্লাস মাইন্ড স্পেস চালু হবে। স্মার্টফোনটিতে AI রিফ্লেকশন ইরেজার, AI আনব্লার, AI ডিটেল বুস্ট, AI রিফ্রেম এবং আরও প্রচুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমর্থিত ইমেজিং টুল রয়েছে। এছাড়া, এতে AI সার্চ, AI কল অ্যাসিস্ট্যান্ট, AI ট্রান্সলেশন, ও AI ভয়েসস্ক্রাইবের মতো AI প্রোডাক্টিভিটি টুল আছে। Google-এর সার্কেল টু সার্চ ফিচার এবং Gemini-এর জন্যও সাপোর্ট রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
 Scientists May Have Finally Solved the Sun’s Mysteriously Hot Atmosphere Puzzle
                            
                            
                                Scientists May Have Finally Solved the Sun’s Mysteriously Hot Atmosphere Puzzle
                            
                        
                     Vivo X300 Series Launched Globally With 200-Megapixel Zeiss Camera, Up to 6.78-Inch Display: Price, Features
                            
                            
                                Vivo X300 Series Launched Globally With 200-Megapixel Zeiss Camera, Up to 6.78-Inch Display: Price, Features
                            
                        
                     Canva Introduces Revamped Video Editor, New AI Tools and a Marketing Platform
                            
                            
                                Canva Introduces Revamped Video Editor, New AI Tools and a Marketing Platform
                            
                        
                     Thode Door Thode Paas OTT Release Date: Know When and Where to Watch it Online
                            
                            
                                Thode Door Thode Paas OTT Release Date: Know When and Where to Watch it Online