OnePlus 15 স্মার্টফোনের ছবি ফাঁস হল, 2 বছর পর বদলে যাচ্ছে ক্যামেরার ডিজাইন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 সেপ্টেম্বর 2025 17:25 IST
হাইলাইট
  • OnePlus 15 তিনটি রঙে উপলব্ধ হতে পারে
  • স্মার্টফোনটি সর্বোচ্চ 1TB স্টোরেজ অফার করবে
  • এটি শীঘ্রই চীনে লঞ্চ হতে পারে

OnePlus 13 গত বছর অক্টোবরে লঞ্চ হয়েছিল

Photo Credit: OnePlus

OnePlus 15 স্মার্টফোনের ডিজাইন অবশেষে ফাঁস হল। ইন্টারনেটে ফোনটির বিভিন্ন ছবি ঘোরাফেরা করলেও একটি বিশ্বস্ত সূত্র থেকে ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। 2022 সালে শেষবার ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে চৌকো ক্যামেরা মডিউল দেখা গিয়েছিল। তারপর থেকে OnePlus 11, OnePlus 12, ও OnePlus 13 এর ক্ষেত্রে গোল ক্যামেরা ডিজাইন ব্যবহার হয়ে এসেছে। OnePlus 15 এর হাত ধরে দুই বছর পর আবার আগেই স্টাইলে ফিরে যাচ্ছে সংস্থাটি। হ্যান্ডসেটটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হবে। এটি আসন্ন Snapdragon 8 Elite 2 বা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত প্রথম ফোনগুলির মধ্যে অন্যতম হবে।

OnePlus 15 কেমন দেখতে হবে

টিপস্টার সুধাংশু আম্ভোর X (সাবেক টুইটার)-এর একটি পোস্টের মাধ্যমে OnePlus 15 এর ডিজাইন রেন্ডার ফাঁস করেছে। পোস্টে হ্যান্ডসেটটির সম্ভাব্য র‍্যাম ও ইন্টার্নাল স্টোরেজ অপশনও উল্লেখ করা হয়েছে। ছবিতে ওয়ানপ্লাসের নয়া ফ্ল্যাগশিপকে গোলাকার প্রান্ত সহ একটি বর্গাকার রিয়ার ক্যামেরা মডিউল সহ দেখা গিয়েছে। অর্থাৎ 3 বছর পর গোল ক্যামেরা আইল্যান্ড ডিজাইনকে বিদায় জানানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

OnePlus 15 ডিজাইন ও কালার
Photo Credit: X/ Sudhanshu

ওয়ানপ্লাস 15 কালো, বেগুনি এবং টাইটানিয়াম রঙে বাজারে আসবে বলে জানা গিয়েছে। ডিভাইসটি 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে। একটি টপ ভেরিয়েন্টও থাকতে পারে যা 16 জিবি র‍্যাম ও 1 টিবি অনবোর্ড স্টোরেজ অফার করবে। ফোনটিতে 165 হার্টজ রিফ্রেশ রেট, 7,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারি, ও 100W ফাস্ট চার্জিং পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, PLK110 মডেল নম্বর সহ একটি OnePlus স্মার্টফোন সম্প্রতি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। এটি OnePlus 15 এর সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে। ফোনটিতে Snapdragon 8 Elite 2 বা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর (নাম ঠিক হয়নি) থাকবে বলে মনে করা হচ্ছে। কোয়ালকম তাদের নতুন হাই-এন্ড চিপসেট আগামী মাসেই ঘোষণা করতে পারে।

জানিয়ে রাখি, OnePlus 13 গত বছর অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল। আর চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে এসেছে। লঞ্চের সময় ফোনটির দাম 69,999 টাকা থেকে শুরু হয়েছিল। বেস মডেলটি 12 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। অন্যদিকে, 16 জিবি + 512 জিবি স্টোরেজ এবং 24 জিবি + 1 টিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 76,999 টাকা এবং 89,999 টাকা রাখা হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio পুজোর আগে বাম্পার অফার আনল, রিচার্জ করলে 3,000 টাকার ভাউচার ফ্রি
  2. ভাঙবে না, ভিজবেও না, মাত্র 6,399 টাকায় দেশের সবচেয়ে সস্তা মিলিটারি ফোন আনল Itel
  3. পুজোর মুখে জোড়া ধাক্কা, জোমাটোর পর খাবার অর্ডার করার খরচ বাড়াল Swiggy
  4. Samsung-এর জোড়া চমক, Galaxy S25 FE ও Galaxy Tab S11 সিরিজ লঞ্চ হচ্ছে আগামীকাল
  5. Motorola Edge 60 Neo ট্রিপল ক্যামেরা, OLED ডিসপ্লে সহ আসছে, পুজোর আগে লঞ্চ হতে পারে
  6. 6,000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Oppo A5i Pro 5G
  7. পুজোর আগে ফি বাড়িয়ে দিল Zomato, বিরিয়ানি, চাইনিজ অর্ডার করতে 20 শতাংশ বেশি খরচ
  8. বিদ্যুতের গতিতে চার্জ হবে iQOO 15, ডিসপ্লে ও ক্যামেরায় চমকে দেবে সবাইকে
  9. পুজো সেলের ঘোষণা করল Xiaomi, কোন কোন স্মার্টফোনে ডিসকাউন্ট পাবেন দেখুন
  10. বছরের পর বছর গবেষণার ফসল, OnePlus 15 স্মার্টফোনের ক্যামেরায় মিলবে DSLR-এর ছোঁয়া!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.