OnePlus 15 পূর্বসূরীর মতো ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসছে।
Photo Credit: OnePlus
OnePlus 15 ইন-হাউস ইমেজ ইঞ্জিনের সঙ্গে আসছে
OnePlus বর্তমানে তাদের ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। চাইনিজ ব্র্যান্ডটির পরবর্তী প্রিমিয়াম মডেল হিসেবে আসছে OnePlus 15। এই স্মার্টফোনটিতে নিজস্ব ইমেজ ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা করছে ওয়ানপ্লাস। এর ফলে ছবি তোলার সময় কালার, কনট্রাস্ট, ও ডিটেইলস যেমন উন্নত হবে, তেমনই ভিডিওর কোয়ালিটি আরও ভাল হতে পারে। Hassellblad-এর সঙ্গে সংস্থাটির অনেক বছর ধরে জোট। কিন্তু ইমেজ ইঞ্জিনটি বাইরের কোনও প্রতিষ্ঠানের উপর নির্ভর না করে নিজস্ব গবেষণার মাধ্যমে তৈরি করেছে ওয়ানপ্লাস। তবে পূর্বসূরীর মতো OnePlus 15 ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসছে।
স্মার্টপিক্সের রিপোর্ট অনুযায়ী, OnePlus 15 কোম্পানির ইতিহাসে প্রথমবার নিজস্ব ক্যামেরা ইঞ্জিন ব্যবহার করতে চলেছে। এই ইন-হাউস ইমেজ ইঞ্জিন ফোনটির ফটো ও ভিডিও প্রসেসিং ক্ষমতা আরও উন্নত করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। এই প্রযুক্তি ওয়ানপ্লাসের বহু বছরের গবেষণার ফসল বলে দাবি করা হয়েছে। এটি উন্নত অ্যালগরিদম ব্যবহার করবে। এর ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যাবে। ক্যামেরা ইঞ্জিন ছবির ডাইনামিক রেঞ্জও নিখুঁতভাবে উপস্থাপন করবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, খবরদি এটি সত্য হয়, তাহলে ওয়ানপ্লাস ও হ্যাসেলব্লাডের জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়তে পারে। সুইডিশ ব্র্যান্ডটির কালার টিউনিং ও ব্র্যান্ডিং OnePlus 9 মডেলে প্রথম দেখা গিয়েছিল। কিন্তু সাড়ে চার বছর একসাথে পথ চলার পর দুই সংস্থার জোট ভাঙার সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে স্যামসাং, গুগল, ও অ্যাপেলের মতো ক্যামেরার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে ওয়ানপ্লাস।
OnePlus 12 ও 13-এর তুলনায় OnePlus 15 সম্পূর্ণ মেকওভার পাবে। ডিভাইসটিতে 6.78-ইঞ্চি 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট হবে 165 হার্টজ। এটি Snapdragon 8 Elite 2 চিপসেট দ্বারা চালিত হবে। এছাড়াও, ফোনটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68/69 সার্টিফায়েড ধুলো এবং জল প্রতিরোধ ক্ষমতা, 7,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারি, ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট পাবে বলে আশা করা হচ্ছে।
2022 সালে শেষবার ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে চৌকো ক্যামেরা মডিউল দেখা গিয়েছিল। ওয়ানপ্লাস 15 এর হাত ধরে দুই বছর পর আবার আগেই স্টাইলে ফিরে যাচ্ছে সংস্থা। ফাঁস হওয়া ছবিতে ওয়ানপ্লাসের নয়া ফ্ল্যাগশিপে গোলাকার প্রান্ত সহ একটি বর্গাকার রিয়ার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। ফোনটি কালো, বেগুনি এবং টাইটানিয়াম রঙে বাজারে আসবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, OnePlus গত জানুয়ারি মাসে ভারতে এসেছে। লঞ্চের সময় ফোনটির 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের বেস মডেলের দাম 69,999 টাকা থেকে শুরু হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন