OnePlus 15 ট্রিপল রিয়ার ক্যামেরা নিয়ে আসবে
Photo Credit: Digital Chat Station
OnePlus 15 আত্মপ্রকাশ করতে আর বেশি দেরি নেই। সংস্থার তরফে জানানো হয়েছে, এটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের সাথে বাজারে আসতে চলেছে। এই ফ্ল্যাগশিপ প্রসেসর সদ্য লঞ্চ করেছে Qualcomm। গতকাল প্রসেসরটির প্রথম স্মার্টফোন হিসেবে এসেছে Xiaomi 17 সিরিজ। OnePlus 15 মডেলটির বেশ কিছু স্পেসিফিকেশন টিজারের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এটি Android 16-ভিত্তিক কাস্টম সফটওয়্যারে চলবে। এতে 165 হার্টজ রিফ্রেশ রেট সহ অত্যাধুনিক ডিসপ্লে থাকবে। আগের একটি প্রতিবেদন অনুসারে, OnePlus 15 নিজস্ব ইমেজ ইঞ্জিন সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং 7,000mAh ব্যাটারি অফার করবে বলে আশা করা হচ্ছে।
OnePlus 15 নতুন লঞ্চ হওয়া Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের সাথে আত্মপ্রকাশ করবে। বুধবার Qualcomm-এর বার্ষিক Snapdragon Summit-এ ফ্ল্যাগশিপ প্রসেসরটির ঘোষণা করা হয়েছে। এতে 4.6 গিগাহার্টজ ক্লক স্পিডের একজোড়া প্রাইম কোর এবং 3.62 গিগাহার্টজের ছয়টি পারফরম্যান্সম্যান্স কোর রয়েছে। এটি বেঞ্চমার্ক প্ল্যাটফর্মগুলিতে রীতিমতো ঝড় তুলেছে। ফোনটিকে পারফরম্যান্স চাম্পিয়ন হ্যান্ডসেট হিসেবে উপস্থাপন করতে পারে ওয়ানপ্লাস।
এছাড়াও, OnePlus 15 ফোনটিতে 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে, যা OnePlus 13 এবং সংস্থার আগের সমস্ত ফ্ল্যাগশিপ ফোনগুলিতে উপলব্ধ 120 হার্টজ প্যানেল থেকে একটি উল্লেখযোগ্য আপগ্রেড। এর ফলে কিছু গেম 165fps-এ খেলা যাবে। ডিভাইসটি অক্টোবরের শুরুতে অফিসিয়ালি লঞ্চ হতে পারে।
ফাঁস হওয়া ছবি অনুযায়ী, ওয়ানপ্লাস 15 দেখতে কিছুটা ওয়ানপ্লাস 13এস-এর মতো যা গত জুনে ভারতে লঞ্চ হয়েছে। ডিভাইসটিতে চৌকো আকৃতির ক্যামেরা আছে, যা ফোনের পিছনের অংশে উপরের বাঁ দিকের কোণায় অবস্থিত। ভেতরে একটি উল্লম্ব পিল-আকৃতির অংশে দুটি সেন্সর বর্তমান। এর বাইরে মডিউলের ভেতরেই তৃতীয় ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ রাখা হয়েছে। ফোনটি পার্পেল, ব্ল্যাক, ও টাইটেনিয়াম কালার অপশনে মিলতে পারে। উল্লেখ্য, 2022 সালে ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপে শেষবার আয়তকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছিল।
স্পেসিফিকেশনের কথা বললে, OnePlus 15 মডেলে 1.5K রেজোলিউশন সহ 6.7-ইঞ্চি LTPO OLED ডিসপ্লে থাকতে পারে। এটি IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করবে। ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের মধ্যে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, এবং 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ব্যবহার হতে পারে। এছাড়াও, ফোনটিতে 7,000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.