OnePlus 6 কিনলে 2,000 টাকা ছাড় পাবেন এই ব্যাঙ্কের গ্রাহকরা

OnePlus 6 কিনলে 2,000 টাকা ছাড় পাবেন এই ব্যাঙ্কের গ্রাহকরা

HDFC ব্যাঙ্কের গ্রাহকরা EMI ট্রাঞ্জাকশানে Amazon থেকে OnePlus 6 কেনার সময় সরাসরি 2,000 টাকা ছাড় পাবেন।

হাইলাইট
  • Amazon ওয়েবসাইটে OnePlus 6 এ 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে
  • HDFC ব্যাঙ্কের গ্রাহকরা এই ছাড় পাবেন
  • 15 জুলাই পর্যন্ত এই অফার চলবে
বিজ্ঞাপন

Amazon ওয়েবসাইটে OnePlus 6 এ 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। HDFC ব্যাঙ্কের গ্রাহকরা EMI ট্রাঞ্জাকশানে Amazon থেকে OnePlus 6 কেনার সময় সরাসরি 2,000 টাকা ছাড় পাবেন। 15 জুলাই পর্যন্ত এই অফার চলবে। একটি HDFC কার্ড দিয়ে মাত্র একবার এই অফার ব্যবহার করা যাবে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড দিয়ে এই অফারের মজা নিতে পারবেন গ্রাহকরা। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Asus ZenFone 5Z। এই ফোনেও রয়েছে OnePlus 6 এর মতোই ফ্ল্যাগশিপ কনফিগারেশান।

Amazon ওয়াবসাইটে জানানো হয়েছে HDFC কার্ড দিয়ে 20,000 টাকা বা তার বেশি ট্রানজাকশান করলে এই অফার পাওয়া যাবে। OnePlus 6 এর 64GB ও 128GB ভেরিয়েন্টের মডেলে এই অফার প্রযোজ্য হবে। ভারতে OnePlus 6-এর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 34,999 টাকা। অন্যদিকে 8GB RAM আর 128GB ভেরিয়েন্ট OnePlus 6 এর দাম 39,999 টাকা। মিডনাইট ব্ল্যাক, মিওর ব্ল্যাক ও সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান কালার ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাচ্ছে। এই সবকড়ি ভেরিয়েন্টেই HDFC ব্যাঙ্কের এই অফার প্রযোজ্য হবে। তবে এই অফার শুধুমাত্র Amazon থেকে OnePlus 6 কিনলেই প্রযোজ্য হবে। কোম্পানির অফিশিয়াল স্টোর OnePlus.in এ OnePlus 6 এর দাম কমেনি।

16 জুলাই লঞ্চ হচ্ছে OnePlus 6 এর রেড ভেরিয়েন্ট, কিন্তু এই অফার চলবে 15 জুলাই পর্যন্ত। তাই নতুন রেড ভেরিয়েন্টে HDFC ব্যাঙ্কের এই অফার প্রযোজ্য হবে না। যদিও 10 জুলাই লঞ্চ হবে OnePlus 6 মিডনাইট ব্ল্যাক 8GB RAM আর 256GB স্টোরেজ। এই ফোনের দাম 43,999 টাকা। OnePlus 6 মিডনাইট ব্ল্যাক 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ব্যাঙ্ক অফার প্রযোজ্য হবে।

OnePlus 6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। OnePlus 6 এ রয়েছে 6.28 ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। OnePlus 6 এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 6GB/8GB RAM আর Adreno 630 GPU আর 64GB/128GB ইন্টারনাল স্টোরেজ।

এই ফোনে রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি 16 মেগাপিক্সেল ও সেকেন্ডারী 20 মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে 480 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র 0.4 সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।

OnePlus 6 এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র ৩০ মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।

 


Will Asus Zenfone 5Z force OnePlus to slash the price of the OnePlus 6? We discussed that on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks great
  • Excellent performance
  • Useful software customisations
  • Bad
  • Average camera quality
  • No wireless charging or weatherproofing
Display 6.28-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus, Amazon, HDFC
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 5,500mAh-ব্যাটারী নিয়ে উন্মোচিত হলো Motorola Edge 60 Fusion
  2. প্রকাশিত হলো iQOO Z10X হ্যান্ডসেটটির ডিজাইন এবং কিছু মূল বৈশিষ্ট্য
  3. 7300mAh-ব্যাটারীর সাথে লঞ্চ হয়ে গিয়েছে Vivo Y300 Pro+
  4. ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে ‘ডলবি সিনেমা’
  5. প্রেক্ষাগৃহের পর এবার OTT প্ল্যাটফর্মেও মুক্তি পেতে চলেছে তেলেগু কমেডি সিনেমা “রবিন হুড”
  6. Infinix Note 40X 5G-এর উত্তরসূরি হিসেবে উন্মোচিত হয়েছে একদম নতুন Infinix Note 50X 5G
  7. বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছে, Realme GT 7 হ্যান্ডসেটটিকে, এটি কি লঞ্চের ঈঙ্গিত দিচ্ছে!
  8. প্রিমিয়াম স্মার্টফোনগুলির জন্য কোয়ালকম খুব শীঘ্রই দুটি ফ্লাগশিপ চিপসেট নিয়ে আসতে পারে
  9. খুব শীঘ্রই WhatsApp চ্যাটে দেখা যেতে পারে একটি নতুন ফিচার: মোশন ফটো
  10. মালয়েশিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলো Honor Pad X9a ট্যাবলেট
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »