Photo Credit: OnLeaks/ PriceBaba
সেপ্টেম্বরে লঞ্চ হবে OnePlus এর পরবর্তী স্মার্টফোন OnePlus 7T। ইতিমধ্যেই ইন্টারনেটে প্রকাশিত ছবিতে জানা গিয়েছে এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এবার OnePlus 7T ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল। 26 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে OnePlus 7T আর OnePlus 7T Pro। একই দিনে লঞ্চ হতে পারে OnePlus TV।
ইশান আগ্রবাল OnePlus 7T ফোনের স্পেসিফিকেশন সামনে এনেছেন। 8GB + 128GB স্টোরেজ আর 8GB + 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। রুপালী আর নীল রঙে লঞ্চ হবে OnePlus 7T। তিনি আরও বলেন OnePlus 7T ফোনে থাকবে 3,800 mAh ব্যাটারি আর Snapdragon 855+ চিপসেট।
OnePlus 7T ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল আর 12 মেগাপিক্সেল সেন্সর। ফোনের পিছনে গোল মডিউলে এই ফোনের ক্যামেরাগুলি থাকবে। সাথে থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
ইশান আরও জানিয়েছেন OnePlus 7T ফোনে থাকছে একটি 2K Super AMOLED 90Hz ডিসপ্লে। এই ফোনের আয়তন 161.2x74.5x8.3 মিলিমিটার।
এখনও OnePlus 7T আর OnePlus 7T Pro ফোন সম্পর্কে কোন তথ্য জানায়নি OnePlus। সূত্রের খবর 26 সেপ্টেম্বর এই দুই ফোন লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি।
OnePlus 7T Pro ফোন সম্পর্কে এখনও কোন তথ্য সামনে আসেনি। তবে এই ফোনে Sanpdragon 855+ চিপসেট ব্যবহার হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন