Photo Credit: PlayfulDroid
চিনের একটি টেলিকম ওয়েবসাইটে Oppo A11 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। সেখানে PCHM10 মডেল নম্বরে Oppo A11 দেখা গিয়েছে। এই ফোনের পিছনে থাকছে 6.5 ইঞ্চি ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
চিনের টেলিকম ওয়েবসাইটে থেকে জানা গিয়েছে Oppo A11 ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য A11 এ থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। 4GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে Oppo A11।
Oppo A11 ফোনের ভিতরে একটি অক্টা-কোর 2.0 Ghz প্রসেসর থাকবে। ফোনের ভিতরে থাকবে 4,880 mAh ব্যাটারি। নীল আর সাদা রঙে পাওয়া যাবে Oppo A11। এই ফোনের ওজন 195 গ্রাম। চিনে Oppo A11 এর সম্ভাব্য দাম 1,599 ইউয়ান (প্রায় 15,900 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন