সপ্তাহ খানেক আগে আগে ইন্টারনেটে Oppo A11 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Oppo A5 2020। এবার সেই ফোনের নাম বদলে চিনে লঞ্চ হল Oppo A11। এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় একটি 12 মেগাপিক্সেল সেন্সর থাকবে।
চিনে Oppo A11 এর দাম 1,499 ইউয়ান (প্রায় 15,100 টাকা)। 4GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। তিনটি রঙে চিনে Oppo A11 বিক্রি হবে। 17 অক্টোবর চিনে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।
প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A5 2020। ভারতে Oppo A5 2020 ফোনের দাম শুরু হচ্ছে 12,490 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM। 4GB RAM ভেরিয়েন্টে Oppo A5 2020 কিনতে 13,990 টাকা খরচ হবে।
নয় হাজারের কম দামে কোয়াড ক্যামেরা, বাজেট সেগমেন্টে ঝড় তুলতে হাজির Infinix S5
Oppo A11 ফোনে থাকছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.0.1 স্কিন চলবে। Oppo A11 এ থাকছে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি।
Oppo A11 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। এর সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকবে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট আর দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X2 Pro
4GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে থাকছে ডলবি অ্যাটমস সাপোর্ট। থাকছে থ্রি ডি ফিনিশ, গেম বুস্ট ২.০ আর রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন