Photo Credit: Pricebaba
গত বছর অক্টোবরে লঞ্চ হয়েছিল Oppo A11। শীঘ্রই বাজারে আসতে পারে সেই ফোনের উত্তরসূরি Oppo A12। একই সঙ্গে Oppo A12e নিয়ে আসতে পারে চিনের কোম্পানিটি। 3GB RAM + 32GB স্টোরেজ ও 4GB RAM + 64GB স্টোরেজে লঞ্চ হতে পারে Oppo A12। সম্প্রতি এই ফোনের ছবি ও বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
Pricebaba ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Oppo A12-এ MediaTek Helio P35 চিপসেট থাকবে। এই ফোনে থাকবে 4,230 mAh ব্যাটারি। এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকবে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Oppo A12-এ থাকবে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের আয়তন 155.9x75.5x8.3 মিমি ও ওজন 165 গ্রাম।
এই ফোনে সেলফি তোলার জন্য থাকবে 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
এসে গেল Moto G8 Power Lite; দাম ও ফিচারগুলি দেখে নিন
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
প্রায় 15,000 টাকা দামে গত বছর অক্টোবরে চিনে লঞ্চ হয়েছিল Oppo A11। সেই দামের আশেপাশেই এবার বাজারে আসতে পারে Oppo A12।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন