বাজারে এল Moto G8 Power Lite। এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। Moto G8 Power Lite -এ রয়েছে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ও MediaTek Helio P35 চিপসেট। আপাতত ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে এই ফোন লঞ্চ করেছে Motorola।
Moto G8 Power Lite-এর দাম 169 ইউরো (প্রায় 13,900 টাকা)। আপাতত জার্মানি ও মেক্সিকোতে এই ফোন বিক্রি শুরু হবে। পরে লাতিন আমেরিকা, ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশে বিক্রি শুরু হবে Moto G8 Power Lite।
Moto G8 Power Lite স্পেসিফিকেশন
Moto G8 Power Lite -এ Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ।
Moto G8 Power Lite-এর পিছনে রয়েছে 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
লঞ্চের আগেই ফাঁস হল Honor 30 -র ক্যামেরা স্পেসিফিকেশন
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Moto G8 Power Lite-এর ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। এক চার্জে এই ফোনে 19 ঘণ্টা ভিডিও প্লে ব্যাক ও 100 ঘণ্টা অডিও প্লে ব্যাক করা যাবে। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Micro-USB পোর্ট, 3.5মিমি অডিও জ্যাক, Bluetooth v4.2, Wi-Fi 802.11 b/g/n, GPS, A-GPS ও GLONASS। এই ফোনের ওজন 200 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন