জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A3s। ভারতে 2GB ও 3GB RAM ভেরিয়েন্টে Oppo A3s লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় 2GB RAM আর 16 GB স্টোরেজ ভেরিয়েন্টে Oppo A3s ফোনের দাম ছিল 10,990 টাকা। ডিসেম্বরেই Oppo A3s ফোনের 2GB RAM ভেরিয়েন্টের দাম কমেছিল। এবার সস্তা হল Oppo A3s ফোনের 3GB RAM ভেরিয়েন্ট। Oppo A3s এর অন্যতম প্রধান আকর্ষন এই ফোনের ডুয়াল ক্যামেরা সেট আপ, ‘সুপার ফুল স্ক্রিন ডিসপ্লে' আর বিশাল 4230 mAh ব্যাটারি।
দাম কমে 10,990 টাকায় Oppo A3s এর 3GB RAM ভেরিয়েন্ট বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যেই Amazon.in ওয়েবসাইটে এই দামে পাওয়া যাচ্ছে Oppo A3s। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আগের দামেই Flipkart থেকে বিক্রি হচ্ছে Oppo A3s।
Oppo A3s স্পেসিফিকেশান
ডুয়াল সিম Oppo A3s এ Android 8.1 Oreo বেসড কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন চলবে। Oppo A3s এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ‘সুপার ফুল স্ক্রিন' ডিসপ্লে। Oppo A3s এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 2GB RAM/3GB RAM। Oppo A3s এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। এর সাথেই থাকবে একটি 2MP সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A3s তে থাকছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।
16GB/32GB ইন্টারনাল স্টোরেজ অপশানে Oppo A3s পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Oppo A3s এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo A3s এর ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন