এক নজরে 2019 সালের নভেম্বর মাসে 15,000 টাকার কম দামে ভারতের সেরা দশটি স্মার্টফোন দেখে নিন। রয়েছে Redmi Note 8 Pro, Realme 5, and Realme 5 Pro এর মতো জনপ্রিয় মডেলগুলি। Samsung, Vivo, Nokia সহ জনপ্রিয় কোম্পানির ফোন পাবেন এখানে।
শুরু হল Flipkart Mobiles Bonanza Sale। এই সেলে বিভিন্ন স্মার্টফোনে দুর্দান্ত অফার পাওয়া যাবে। 9 সেপ্টেম্বর পর্যন্ত Flipkart এ এই সেল চলবে। সস্তা হয়েছে Oppo A3s, Redmi 6, Motorola One Vision সহ বিভিন্ন স্মার্টফোন।
Gadgets360 কে Oppo জানিয়েছে 8,990 টাকায় Oppo A3s বিক্রি শুরু হয়েছে। অফলাইন ও অনলাইনে নতুন দাম প্রযোজ্য হবে। অনলাইনে Amazon, Flipkart ও Paytm এ ইতিমধ্যেই নতুন দামে বিক্রি হচ্ছে Oppo A3s।
মহেশ টেলিকম জানিয়েছে 9,999 টাকায় তাদের দোকানে Oppo A3s পাওয়া যাচ্ছে। Gadgets360 র কাছে এই খবরের সত্যতা স্বীকার করীছে Oppo। তবে অনলাইনে Amazon, Flipkart ও Paytm এ এখনবো পুরনো দামে বিক্রি হচ্ছে এই ফোন।
Oppo A5 এ থাকবে একটি 6.2 ইঞ্চি 19:9 HD+ ডিসপ্লে থাকবে। যদিও এই ফোনের আগের ভার্সান Oppo A3 তে Full HD+ রেসোলিউশানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল। Oppo A5 এর ভিতরে থাকবে অক্টা-কোর Qualcomm Snapdragon 450 চিপসেট।