Oppo A5 এ থাকবে একটি 6.2 ইঞ্চি 19:9 HD+ ডিসপ্লে থাকবে। যদিও এই ফোনের আগের ভার্সান Oppo A3 তে Full HD+ রেসোলিউশানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল। Oppo A5 এর ভিতরে থাকবে অক্টা-কোর Qualcomm Snapdragon 450 চিপসেট।
Photo Credit: MTKSJ
আবার একটি মিডরেঞ্জ ফোন লঞ্চ করবে Oppo। নতুন এই ফোনের নাম Oppo A5। ইতিমধ্যেই ইন্টারনেটে এই ফোনের নাম ও স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে। সেই রিপোর্টে দেখা ছবি থেকেই জানা গিয়েছে Oppo A3 ও Realme 1 এর মতো দেখতে হবে ফোনটি। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ডিসপ্লের উপরে থাকা কালো নচ। Oppo A5 এ থাকবে একটি Qualcomm Snapdragon 450 চিপসেট, 4GB RAM। ইন্টারনেটে ফাঁস হওয়া এই রিপোর্ট থেকে Oppo A5 এর প্রয় সব খবর পাওয়া গিয়েছে।
চিনে এক ওয়েবসাইটে পোস্ট হওয়া এই রিপোর্টে Oppo A5 এর সব দিক থেকে তোলা ছবি দেখা গিয়েছে। এছাড়াও এই স্মার্টফোনের বেশ কিছু স্পেসিফিকেশানও জানা গিয়েছে। Oppo A5 এ থাকবে একটি 6.2 ইঞ্চি 19:9 HD+ ডিসপ্লে থাকবে। যদিও এই ফোনের আগের ভার্সান Oppo A3 তে Full HD+ রেসোলিউশানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল। Oppo A5 এর ভিতরে থাকবে অক্টা-কোর Qualcomm Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।
Oppo A5 এ একটি ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ দেখা যাবে। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারী সেন্সার আর একটি 2MP সেকেন্ডারী সেন্সার থাকবে। Oppo A5 এ কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না। সামনে থাকছে একটি 8MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়েই Oppo A5 এর ফেস আনলক ফিচার কাজ করবে। Oppo A5 এর ভিতরে একটি বিশাল 4230 mAh ব্যাটারি থাকবে।
Realme 1 এর মতোই Oppo A5 এ পলিগন ব্যাক ডিজাইন দেখা যাবে। এছাড়াও এই ছবি থেকেই জানা যাচ্ছে অন্তত দুটি কালার ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। নীল ও গোলাপী রঙে Oppo A5 ফোনটি দেখা গিয়েছে। এছাড়াও Oppo A5 এ থাকবে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি micro USB পোর্ট। তবে এই ফোন কবে বাজারে আসবে সেই বিষয়ে কোন তথ্য এই রিপোর্টে জানানো হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nothing Phone 3a Lite Reported to Launch in Early November: Expected Price, Specifications
HMD Fusion 2 Key Features, Specifications Leaked Online: Snapdragon 6s Gen 4, New Smart Outfits, and More
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster