শীঘ্রই বাজারে আসবে Oppo A12e। সম্প্রতি কোম্পানির ওয়েবসাইটে এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই ওয়েবসাইট থেকে এই এই তথ্য সরিয়ে নিয়েছে চিনের কোম্পানিটি। সম্প্রতি বাজারে এসেছিল Oppo A3s। সেই ফোনের সঙ্গে নতুন Oppo A12e-র অনেক মিল রয়েছে।
কোম্পানির ভিয়েতনাম ওয়েবসাইটে এই ফোনের তথ্য প্রকাশ্যে এলেও পরে তা সরিয়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে Oppo A12e-তে 6.2 ইঞ্চি ডিসপ্লে থাকবে। বেগুনি ও লাল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর প্রসেসর আর 4,230 mAh ব্যাটারি। এক চার্জে টানা 18 ঘণ্টা এই ফোন ব্যবহার করা যাবে।
ডুয়াল ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Redmi 8A Pro
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এই ফোনে থাকছে 3.5 মিমি অডিও জ্যাক ও USB Type-C পোর্ট। যদিও এই ফোনের RAM ও স্টোরেজ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। গত বছর প্রায় 10,000 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A3s। একই দামে ভিয়েতনামে এই ফোন লঞ্চ করতে পারে Oppo।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন