Oppo A6 5G-এর বডি IP69 সার্টিফায়েড
Photo Credit: Oppo
Oppo A6 5G চীনে মিড-রেঞ্জে লঞ্চ হল। স্মার্টফোনটিতে 7,000Ah ব্যাটারি রয়েছে। শক্তিশালী ব্যাটারি থাকার ফলে ফোন বারবার চার্জে বসানোর ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। আবার 80W ফাস্ট চার্জিং সাপোর্টের সৌজন্যে অল্প সময়ের মধ্যেই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। IP69 রেটিং ফোনটিতে সর্বোচ্চ মানের সুরক্ষা স্তর যোগ করেছে। এটি ভিতরে জল বা ধুলো প্রবেশ করতে দেবে না। এতে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। Oppo A6 5G-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 10x ডিজিটাল জুম, মেমরি কার্ড সাপোর্ট, 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, ইত্যাদি।
ডুয়াল সিম যুক্ত Oppo A6 5G-এর সামনে 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1,400 নিট পিক ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, FHD+ (1,080 x 2,372 পিক্সেল) রেজোলিউশন, sRGB এবং DCI-P3 কালার গ্যামুটের 100 শতাংশ কভারেজ সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 93 শতাংশ এবং এটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে।
ওপ্পোর নতুন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে f/1.8 অ্যাপারচার এবং 27 মিমি ফোকাল দৈর্ঘ্যের 50 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ও f/2.4 অ্যাপারচার, 22 মিমি ফোকাল লেংথ, এবং 10x ডিজিটাল জুম সহ 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর উপলব্ধ। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে f/2.4 অ্যাপারচার সহ 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার মাধ্যমে FHD ভিডিও রেকর্ড করা যাবে।
ওপ্পোর নয়া হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর আছে। এটি একজোড়া পারফরম্যান্স কোর ও ছয়টি এফিসিয়েন্সি কোর দিয়ে গঠিত। পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। চিপটি 12 জিবি LPDDR4x র্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ডও সমর্থন করে। হ্যান্ডসেটটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP69 রেটিং পেয়েছে।
সিকিউরিটির জন্য, Oppo A6 5G-তে-ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এর 6,000 এমএএইচ ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অনবোর্ড সেন্সরগুলির তালিকায় রয়েছে প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ইলেকট্রনিক কম্পাস এবং অ্যাক্সিলোমিটার। ফোনটি 8 মিমি পুরু এবং ওজন 185 গ্রাম।
দাম চীনে Oppo A6 Pro 4G-এর 8 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজের দাম 1,599 ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় 20,000 টাকার সমান। হ্যান্ডসেটটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টেও উপলব্ধ হবে। তবে এদের দাম এখনও ঘোষণা হয়নি। এটি পিঙ্ক, গ্রে, ও ভেলভেট গ্রে কালার অপশনে পাওয়া যাবে। স্মার্টফোনটি ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.