Oppo A6 Pro 5G জলে ডুবে গেলেও নিরাপদ থাকবে। এটি 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণ জলের সংস্পর্শে এলেও কোনও ক্ষতি হবে না। সংস্থা দাবি করেছে, তাদের নতুন স্মার্টফোনে 3,900 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘক্ষণ গেম খেললেও ফোনটি ঠান্ডা থাকবে।