Oppo A6c is backed by a 6,500mAh battery
Photo Credit: Oppo
Oppo A6c স্মার্টফোন মার্কেটে পা রাখল। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফোন যা আমজনতার সাধ্যের কথা মাথায় রেখে বাজারে এনেছে কোম্পানি৷ Oppo A6 সিরিজের অধীনে ইতিমধ্যেই একাধিক হ্যান্ডসেট লঞ্চ হয়েছে। Oppo A6c সেই লিস্টে লেটেস্ট সংযোজন। ফোনটি 6,500Ah ব্যাটারির সঙ্গে এসেছে। শক্তিশালী ব্যাটারি থাকার কারণে দীর্ঘ সময় ধরে ফোন চালানো যাবে। আবার OTG রিভার্স চার্জিং সাপোর্ট থাকায় যে কোনও ব্লুটুথ ইয়ারফোন, TWS ইয়ারবাডস বা স্মার্ট ওয়াচের মতো ছোট ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ দেওয়া যাবে। হ্যান্ডসেটের দাম ভারতীয় মুদ্রায় 10,000 টাকার একটু বেশি।
ওপ্পো এ6সি একটি 6.75 ইঞ্চি এলসিডি (LCD) ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, হার্টজ টাচ স্যাম্পলিং রেট HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), 1,125 নিট ব্রাইটনেস (HBM) সাপোর্ট করে। নতুন ফোনটিতে অক্টা-কোর স্ন্যাপড্রাগন 685 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। এটি একটি মিড-রেঞ্জ 4G চিপ, যার পিক ক্লক স্পিড 2.8 গিগাহার্টজ। গ্রাফিক্সের জন্য এতে Adreno 610 জিপিইউ আছে।
Oppo A6c বাজারে 6 জিবি LPDDR4X র্যাম ও 128 জিবি UFS 2.2 স্টোরেজ অপশনে উপলব্ধ। মাইক্রো SD কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ স্টোরেজ বৃদ্ধি করা যাবে। নতুন হ্যান্ডসেটটি Android 15 অপারেটিং সিস্টেমে রান করে ও তার উপর ColorOS 15 কাস্টম স্কিন আছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,500mAh ব্যাটারি। এটি ফাস্ট চার্জিং অফার করে না। তবে রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে এই ফোন থেকেই অন্য ফোন বা ছোট ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ করা যাবে। এক কথায়, টেম্পোরারি পাওয়ার ব্যাঙ্কের কাজ করবে।
ফটোগ্রাফির জন্য নতুন স্মার্টফোনটির পিছনে f/2.2 অ্যাপারচার ও 10x ডিজিটাল জুমের সাথে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য, সামনের দিকে 5 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ওপ্পোর নতুন মডেলে অন্যান্য ফিচার্সের মধ্যে আছে IP64 স্তরের জল ও ধুলো রোধী রেটিং, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস রিকগনিশন, 3.5 মিলিমিটার জ্যাক, ডুয়াল ন্যানো সিম, Wi-Fi 5, USB Type C পোর্ট, 4G LTE কানেক্টিভিটি, ইত্যাদি।
Oppo A6c ভারতে বাইরে লঞ্চ হয়েছে। হ্যান্ডসেটের 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের সিঙ্গেল মেমরি ভ্যারিয়েন্টের মূল্য 799 ইউয়ান ধার্য করেছে কোম্পানি, যা ভারতীয় মুদ্রায় প্রায় 10,300 টাকার সমান। এটি অর্কিড পার্পেল ও অলিভ গ্রীন রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.