Oppo A7 sports a waterdrop-style display notch and a dual rear camera setup
নভেম্বরে ভারতে 4GB RAM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল Oppo A7। এবার 3GB RAM ভেরিয়েন্টে ভারতে এল এই ফোন। Oppo A7 এ রয়েছে 4,230 mAh ব্যাটারি আর ডুয়াল রিয়ার ক্যামেরা। দুটি ভেরিয়েন্টেই থাকছে 64GB স্টোরেজ। শুক্রবার থেকে 3GB RAM ভেরিয়েন্টে Oppo A7 পাওয়া যাবে।
আরও পড়ুন: 48MP ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 7
3GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টে Oppo A7 কিনতে 14,990 টাকা খরচ হবে। 4GB RAM+64GB স্টোরেজে Oppo A7 এর দাম 16,990 টাকা। শুক্রবার থেকে অনলাইন ও অফলাইনে নতুন ভেরিয়েন্ট কেনা যাবে।
আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio
Oppo A7 ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo A7 এ রয়েছে 6.2 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট, 3GB / 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo A7 এ থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 16MP ক্যামেরা।
আরও পড়ুন: নতুন এই ফিচারগুলি আসছে PUBG Mobile এ
Oppo A7 ফোনের ভিতরে একটি 4,230 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Oppo A7 এ থাকবে Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS আর GLONASS।
আরও পড়ুন: সস্তা হল Redmi 6, কত দামে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.