Amazon, Flipkart, Paytm, Snapdeal, TataCliq ওয়েবসাইটে নতুন দামে Oppo A5 আর Oppo A7 4GB RAM ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে।
16,990 টাকায় লঞ্চ হয়েছিল Oppo A7
ভারতে সস্তা হল Oppo A5 আর Oppo A7 4GB RAM ভেরিয়েন্ট। আগে Oppo A7 4GB RAM ভেরিয়েন্টের দাম ছিল 16,990 টাকা। দাম কমে এখন 15,990 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে। অন্যদিকে 13,990 টাকা থেকে কমে 11,990 টাকায় পাওয়া যাচ্ছে oppo A5। দুটি ফোনের পিছনেই রয়েছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Oppo A7 ফোনে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ।
ইতিমধ্যেই Amazon, Flipkart, Paytm, Snapdeal, TataCliq ওয়েবসাইটে নতুন দামে Oppo A5 আর Oppo A7 4GB RAM ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। Oppo A7 4GB RAM ভেরিয়েন্টের দাম ছিল 16,990 টাকা। দাম কমে এখন 15,990 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে। অন্যদিকে 13,990 টাকা থেকে কমে 11,990 টাকায় পাওয়া যাচ্ছে oppo A5।
Oppo A7 ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo A7 এ রয়েছে 6.2 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo A7 এ থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 16MP ক্যামেরা।
Oppo A7 ফোনের ভিতরে একটি 4,230 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Oppo A7 এ থাকবে Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS আর GLONASS।
ডুয়াল সিম Oppo A5 এ Android 8.1 Oreo বেসড কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন চলবে। Oppo A5 এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ফুল ভিউ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Oppo A5 এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 4GB RAM।
Oppo A5 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। এর সাথেই থাকবে একটি 2MP সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A5 তে থাকছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।
64GB ইন্টারনাল স্টোরেজ অপশানে Oppo A5 পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Oppo A5 এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo A5 এর ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Exynos 2700 Chip Spotted in Early Geekbench Result that Hints at 10-Core Setup
Wobble X Series Launched in India With 80W Speakers and Google TV With Gemini, Wobble K Series Tags Along