ভারতে সস্তা হল Oppo A7 আর Oppo R17 Pro। ইতিমধ্যেই Gadgets 360 কে এই কথা জানিয়েছে Oppo। 1,000 টাকা সস্তা হয়েছে Oppo A7 ফোনের 4GB RAM ভেরিয়েন্ট। অন্যদিকে Oppo R17 Pro ফোনের দাম কমেছে 10,000 টাকা। কয়েক সপ্তাহ আগেই ভারতে সস্তা হয়েছিল 3GB RAM ভেরিয়েন্টের Oppo A7। এবার 4GB RAM ভেরিয়েন্টেরও দাম কমলো।
ইতিমধ্যেই Amazon এ নতুন দামে বিক্রি শুরু হয়েছে Oppo A7। এই ফোনের 4GB RAM ভেরিয়েন্ট 14,990 টাকার পরিবর্তে 13,990 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও 39,990 টাকার পরিবর্তে 29,990 টাকায় বিক্রি হচ্ছে Oppo R17 Pro। মুম্বাই এর মহেশ টেলিকম প্রথম এই দুই ফোন সস্তা হওয়ার খবর সামনে আনে।
গত বছর ডিসেম্বর মাসে 45,990 টাকা দামে লঞ্চ হয়েছিল Oppo R17 Pro। অন্যদিকে 16,990 টাকায় গত বছর লঞ্চ হয়েছিল Oppo A7।
Oppo A7 ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo A7 এ রয়েছে 6.2 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo A7 এ থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 16MP ক্যামেরা।
Oppo A7 ফোনের ভিতরে একটি 4,230 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Oppo A7 এ থাকবে Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS আর GLONASS।
Oppo 17 Pro ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Oppo 17 Pro তে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 710 চিপসেট, 8GB RAM আর 128GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo 17 Pro ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারি সেন্সার, একটি 20MP দ্বিতীয় সেন্সার ও তৃতীয় একটি থ্রিডি সেন্সার থাকবে। তবে এই তিন নম্বর সেন্সারটি ঠিক কী কাজ করবে তা জানায়নি Oppo।
কানেক্টিভিটির জন্য Oppo 17 Pro তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/ A-GPS, USB Type-C আর NFC। Oppo 17 Pro ফোনের ভিতরে থাকবে একটি 3700 mAh ব্যাটারি। কোম্পানির নিজস্ব Super VOOC চার্জিং টেকনোলজির মাধ্যমে দ্রুত এই ফোন চার্জ করে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন