লঞ্চ হয়েছে Oppo A92। আপাতত মালয়েশিয়ায় এই ফোন পাওয়া যাবে। নতুন ফোনে Snapdragon 665 চিপসেট ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।
Oppo A92-এ রয়েছে চারটি ক্যামেরা
A সিরিজে আরও একটা নতুন ফোন নিয়ে এল Oppo। সোমবার লঞ্চ হয়েছে Oppo A92। আপাতত মালয়েশিয়ায় এই ফোন পাওয়া যাবে। নতুন ফোনে Snapdragon 665 চিপসেট ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। সঙ্গে থাকছে 5,000 mAh ব্যাটারি।
ইতিমধ্যেই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে Oppo A92 প্রি-অর্ডার শুরু হয়েছে। এই ফোনের দাম 1199 মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় 21,000 টাকা)। কালো ও সাদা রঙে চলতি সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এই ফোন বিক্রি শুরু করবে Oppo।
এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি Full-HD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ। সঙ্গে রয়েছে 5,000 mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক। এই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার দিয়েছে চিনের কোম্পানিটি।
চলতি সপ্তাহে ভারতে আসছে 108MP ক্যামেরার Mi 10
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Oppo A92'র পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ustaad Bhagat Singh OTT Release: When, Where to Watch Harish Shankar's Telugu Action Drama Film