Oppo Find X9 Series Launched in China in October
Photo Credit: X/Alvin
Oppo Find X9 সিরিজ যে নভেম্বর 18 ভারতে লঞ্চ হচ্ছে, তা গতকাল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে সংস্থা। চীন ও গ্লোবাল মার্কেটে রিলিজ হওয়ার সৌজন্যে Find X9 ও Find X9 Pro এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ওয়াকিবহল। ফলে ফোনগুলো নিয়ে প্রত্যাশার পারদ চরমে। বিক্রির নিরিখে পূর্বসূরী Find X8 ভারতে সাফল্য পেয়েছিল। এখন উত্তরসূরী Oppo Find X9 এর দাম অনলাইনে ফাঁস হয়েছে। এই স্মার্টফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর এবং Hasselblad এর সহযোগিতায় তৈরি তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Find X9 Pro মডেলটিতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা বর্তমান।
টেক ব্লগার অভিষেক যাদব তাঁর X (পূর্বনাম টুইটার) প্রোফাইল থেকে পোস্ট করে জানিয়েছেন, Oppo Find X9 এর দাম ভারতে 74,999 টাকা হবে। এটি 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য। জানিয়ে রাখি, গত বছর নভেম্বরে Find X8 এ দেশে লঞ্চ হয়েছিল 69,999 টাকা দামে। অর্থাৎ খবর সঠিক হলে, আপগ্রেড ভার্সনের দাম 5,000 টাকা বাড়তে চলেছে।
পোস্টে ওপ্পো ফাইন্ড এক্স9 এর বেশ কয়েকটি মুখ্য পরিবর্তন উল্লেখ করা হয়েছে। ফোনটির স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এর প্রসেসর হিসেবে ফ্ল্যাগশিপ-স্তরের মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 ব্যবহার করা হচ্ছে। পূর্বসূরীর ব্যাটারি ক্যাপাসিটি ছিল 5,600mAh, যা নতুন মডেলে 7,000mAh-এর বেশি।
এছাড়াও, 50 মেগাপিক্সেল Sony LYT808 প্রাইমারি ক্যামেরা (LYT700-এর আপগ্রেড) থাকছে। তবে USB 2.0, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং এর মতো বৈশিষ্ট্যগুলি অপরিবর্তিত থেকে গেছে। সংস্থা Find X9 লাইনআপের জন্য একটি ভ্যালু অ্যাডেড প্যাক এনেছে। ক্রেতারা 99 টাকা খরচ করে প্যাকটি কিনলে ফ্রি-তে 80W পাওয়ার অ্যাডাপ্টার, 2 বছরের ব্যাটারি প্রোটেকশন প্ল্যান, এবং 1,000 টাকা মূল্যের এক্সচেঞ্জ কুপন পাবেন।
Oppo Find X9 একটি 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 1.5K রেজোলিউশন (2,760x1,256 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, এবং 3,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনে Corning Gorilla Glass 7i কভার আছে। এতে 7,025mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। জল এবং ধুলো থেকে রক্ষা করতে IP68 + IP69-স্তরের প্রোটেকশন আছে।
ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.