Oppo Find X9 ও Oppo Find X9 Pro উভয়ই 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
Photo Credit: Oppo
Oppo Find X8 সিরিজ 2024 সালের নভেম্বরে লঞ্চ হয়েছিল
স্মার্টফোনপ্রেমীদের জন্য সেপ্টেম্বর পুরো জমজমাট একটি মাস। পুজোর আগেই iPhone 17 সিরিজ লঞ্চ হয়েছে। Apple-এর পর এবার চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলির ফ্ল্যাগশিপ ফোন লঞ্চের পালা। Oppo Find X9 সিরিজ চলতি বছর লঞ্চ হতে চলা বহুল প্রত্যাশিত প্রিমিয়াম ফোনগুলির মধ্যে অন্যতম। এই লাইনআপের অধীনে প্রথমে স্ট্যান্ডার্ড Find X9 এবং Find X9 Pro আসবে। আর সবচেয়ে প্রিমিয়াম Find X9 Ultra পরের বছর লঞ্চ হতে পারে। এখন Oppo Find X9 এবং Find X9 Pro মডেল দু'টির বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে, যার মধ্যে রয়েছে ব্যাটারি ও ফাস্ট চার্জিং সম্পর্কিত তথ্য।
Oppo Find সিরিজের প্রোডাক্ট ম্যানেজার Zhou Yibao জানিয়েছেন যে, বেস Oppo Find X9 মডেল 7.025mAh 'গ্লেসিয়ার' ব্যাটারি (চীনা থেকে অনুবাদ) সহ আসবে। অন্য দিকে, Find X9 Pro-এ 7,500mAh ব্যাটারি থাকবে। Oppo Find X9 সিরিজে কোল্ড কার্ভিং প্রযুক্তি ব্যবহার করা হবে এবং এটি টাইটানিয়াম কালার অপশনে পাওয়া যাবে। ফোনগুলি ফ্ল্যাট ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে। জল্পনা শোনা যাচ্ছে, এই ফোনগুলিতে ভিডিও রেকর্ডিং সক্ষমতা আগের তুলনায় অনেক উন্নত হবে।
কোম্পানির জানিয়েছে, Oppo Find X9 সিরিজে চলবে ColorOS 16 কাস্টম সফটওয়্যারে, যা নতুন Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। এই নতুন কাস্টম স্কিনে এমন কিছু ফিচার্স থাকবে, যেগুলো সাধারণত অ্যাপলের ডিভাইসে পাওয়া যায়। অর্থাৎ, ব্যবহারকারীরা আইফোনের মতো সুবিধা এবার Oppo Find X9 সিরিজের স্মার্টফোনগুলিতে উপভোগ করতে পারবে।
ওপ্পোর আসন্ন স্মার্টফোনের স্ক্রিনে চোখের জন্য ভাল এমন উপাদান দেওয়া হবে, যা দীর্ঘ সময় ধরে ব্যবহার করলেও চোখের চাপ কমাবে। এছাড়াও, অ্যান্টি-মোশন সিকনেস মোড থাকছে। এটি স্ক্রলিং বা ভিডিও দেখার সময় আরও মসৃণ অভিজ্ঞতা দেবে। ক্যামেরার ক্ষেত্রেও বড় আপডেট আসছে, যেখানে ব্যবহারকারীরা আগের মতোই Hasselblad টিউনড ক্যামেরা পাবেন।
স্ট্যান্ডার্ড Oppo Find X9-এ সম্ভবত 120Hz রিফ্রেশ রেট সহ 6.59-ইঞ্চি 1.5K ফ্ল্যাট LTPO OLED ডিসপ্লে থাকবে। এটি MediaTek Dimensity 9500 প্রসেসর দ্বারা চালিত হতে পারে। বায়োমেট্রিক সেফটির জন্য, আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করতে পারে। বেস মডেলটি 7.9 মিমি পুরু হবে এবং ওজন 203 গ্রামের কাছাকাছি থাকবে। অন্য দিকে, Oppo Find X9 Pro এর পুরুত্ব 8.25 মিমি এবং ওজন প্রায় 224 গ্রাম হবে বলে আশা করা হচ্ছে। উভয় হ্যান্ডসেটই 80W ফাস্ট চার্জিং সমর্থন করবে বলে জানা গিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন