Oppo K13 Turbo সিরিজ ইন-বিল্ট ফ্যানের সঙ্গে লঞ্চ হয়েছে
Photo Credit: Oppo
Oppo K13 Turbo সিরিজের পরবর্তী গন্তব্য ভারত। ওপ্পোর তরফে অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা চলে এসেছে। সম্প্রতি এই লাইনআপের অধীনে Oppo K13 Turbo এবং K13 Turbo Pro চীনে শোরগোল ফেলে আত্মপ্রকাশ করেছে। গেমিং সেন্ট্রিক ফিচার্স, ইন-বিল্ট ফ্যান, 16 জিবি র্যাম, 7,000Mah ব্যাটারি, ও VC কুলিং সিস্টেম থাকার কারণে স্মার্টফোনগুলি নিয়ে ভারতীয় ক্রেতাদের প্রত্যাশা বাড়ছিল। সংস্থার তরফে সোশ্যাল মিডিয়াতে জানানো হয়েছে যে, পাওয়ার, স্পিড, এবং পারফরম্যান্সের মিশেলে Oppo K13 Turbo সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ হবে। উল্লেখ্য, Gadgets 360 সবার আগে জানিয়েছিল, ওপ্পোর নতুন ফোন দু'টি আগস্টের শুরুতে এ দেশে আসবে।
কোম্পানিটি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে একটি টিজার আপলোড করে Oppo K13 Turbo সিরিজের ভারতে লঞ্চ নিশ্চিত করেছে। টিজারে একটি ঘূর্ণিঝড়ের মুখে বিদ্যুৎপ্রবাহের ফলে সৃষ্ট আলোর ঝলকানি দেখানো হয়েছে। নতুন ফোনগুলি গতি, শক্তি, এবং কর্মদক্ষতার দিক থেকে ঝড় তুলবে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই লাইভ হয়েছে। আমরা আগেই জানতে পেরেছিলাম, Oppo K13 Turbo Series আগস্টের শুরুতে ভারতে আসবে। লঞ্চের দিনক্ষণ শীঘ্রই ঘোষণা হবে বলে আশা করা যায়। ফোনগুলির ভারতীয় ভেরিয়েন্টে চাইনিজ ভার্সনের মতো একই ডিজাইন ও ফিচার্স থাকতে পারে।
Oppo K13 Turbo ও Oppo K13 Turbo Pro এর চাইনিজ ভার্সনে 6.80 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 1.5K (1,280x2,800 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে করে। বেস মডেলে MediaTek Dimensity 8450 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর Pro ভেরিয়েন্ট Snapdragon 8s Gen 4 চিপসেট দ্বারা চালিত। উভয় ফোনেই 16 জিবি পর্যন্ত LPDDR5X র্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ অপশন উপলব্ধ।
ওপ্পো কে13 টার্বো এবং কে13 টার্বো প্রো অ্যান্ড্রয়েড 15 বেসড ColorOS 15.0 কাস্টম অপারেটিং সিস্টেমের সঙ্গে এসেছে। ফোন দু'টির পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। K13 Turbo সিরিজের প্রতিটি ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি রয়েছে।
সিকিউরিটির জন্য, Oppo K13 Turbo ও K13 Turbo Pro-তে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যায়। ফোনগুলির অন্যতম হাইলাইট হল ইন-বিল্ট ফ্যান এবং হিট ম্যানেজমেন্টের জন্য 7,000 স্কোয়ার মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম। চীনে Oppo K13 Turbo এর দাম 1,799 ইউয়ান (প্রায় 21,600 টাকা) থেকে শুরু হচ্ছে। অন্যদিকে, Pro ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1,999 ইউয়ান (প্রায় 24,000 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.