Photo Credit: ITHome
গত সপ্তাহে প্রথম Oppo K3 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। সেখানে ফোনের স্পেসিফিকেশন বিস্তারে জানা গিয়েছিল। সোমবার নতুন রিপোর্টে এই ফোন সম্পর্কে নতুন তথ্য সামনে এল। নতুন রিপোর্টে এই ফোনের হার্ডওয়্যার, কালার অপশান, ও দাম সম্পর্কে জানা গিয়েছে। ইতিমধ্যেই চায়না টেলিকম ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই তথ্য। যা থেকে অনেকেই মনে করছে Oppo K3 লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা। গত সপ্তাহে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল Oppo K3 ফোনে থাকছে 6.5 ইঞ্চি ডিসপ্লে। সাথে থাকছে শক্তিশালী Snapdragon 710 চিপসেট।
Oppo K3 ফোনে থাকবে অক্টা-কোর Snapdragon 710 চিপসেট। সাথে থাকবে 8GB RAM। 6GB RAM ভেরিয়েন্টেও পাওয়া যাবে এই স্মার্টফোন। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। Oppo Reno ফোনের মতোই এই ফোনেও সাইড সুইং পপ-আপ ক্যামেরা ব্যবহার করতে পারে Oppo।
স্পেসিফিকেশন ছাড়াও ফাঁস হয়েছে Oppo K3 ফোনের দাম। 8GB RAM +128GB স্টোরেজে Oppo K3 কিনতে 2,199 ইউয়ান (প্রায় 22,500 টাকা) খরচ হবে। তবে 6GB RAM ভেরিয়েন্টের দাম যানা যায়নি। কবে এই ফোন বাজারে আসবে সেই তথ্যও জানা যায়নি। তবে চায়না টেলিকমের ওয়েবসাইটে এই ফোন দেখার পরে অনেকেই বলছেন Oppo K3 লঞ্চ এখন সময়ের অপেক্ষা।
Oppo K3 ফোনে থাকবে একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এই ফোনে USB Type-C পোর্ট থাকছে। সাথে থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জারে 20W ফাস্ট চার্জ পাওয়া যাবে। Oppo K3 এর ওজন 191 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন