Amazon.in থেকে পাওয়া যাবে Oppo K3। এই ফোনে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য থাকছে GameBoost 2.0। থাকছে Snapdrahon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM, 128GB পর্যন্ত স্টোরেজ আর ডুয়াল রিয়ার ক্যামেরা।
Oppo K3 এর দাম শুরু হচ্ছে 16,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজে Oppo K3 কিনতে 19,990 টাকা খরচ হবে।
Oppo K3 এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা আর সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি পপ-আপ সেলফি ক্যামেরা। বৃহস্পরিবার ভারতে লঞ্চ হয়েছিল Oppo A9। পর দিনই ভারতে আসছে পপ-আপ ক্যামেরার Oppo K3।
চিনে Oppo K3 ফোনের দাম শুরু হচ্ছে 1,599 ইউয়ান (প্রায় 16,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। জুন মাসে চিনে বিক্রি শুরু হবে Oppo K3।