অবিশ্বাস্য লঞ্চ অফারে বিক্রি শুরু হল Oppo R17

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 24 ডিসেম্বর 2018 12:34 IST
হাইলাইট
  • Oppo R17 এ থাকবে একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে
  • ভারতে 8GB RAM+128GB স্টোরেজে Oppo R17 এর দাম 34,990 টাকা
  • শুধুমাত্র Amazon থেকে দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন

ভারতে Oppo R17 এর দাম 34,990 টাকা

সম্প্রতি ভারতে বিক্রি শুরু হয়েছিল Oppo R17 Pro। এবার ভারতে এই ফোনের ছোট ভেরিয়েন্ট R17 বিক্রি শুরু করল Oppo।  Oppo R17 এ থাকবে একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে, সাথে থাকবে লেটেস্ট Gorilla Glass 6 এর সুরক্ষা। এছাড়াও Oppo R17এর ডিসপ্লের নীচেই থাকবে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট থাকবে। 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।

Oppo R17 এর দাম

ভারতে 8GB RAM+128GB স্টোরেজে Oppo R17 এর দাম 34,990 টাকা। শুধুমাত্র Amazon থেকে দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। লঞ্চ অফারে মাত্র 990 টাকায় একবার স্ক্রিন বদল করতে দেবে Oppo। সাথে Jio গ্রাহকরা পাবেন 3.2TB 4G ডাটা আর 4900 টাকা MakeMyTrip ভাউচার। HDFC ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও থাকছে নো কস্ট EMI আর এক্সচেঞ্জ অফার।

Oppo R17 স্পেসিফিকেশান

গিয়েছে ডুয়াল সিম Oppo R17 এ Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo R17 তে একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 91.5 শতাংশ। Oppo R17 এর ভিতরে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 670 চিপসেট ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে 8GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Oppo R17 এ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য Oppo R17 তে একটি 25MP সেন্সার ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় পোট্রেট মোডের সাথেই একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ফিচার রয়েছে।

কানেক্টিভিটির জন্য Oppo R17তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB Type-C। আগেই জানানো হয়েছে Oppo R17 তে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। Oppo R17 তে একটি 3,500 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। এর সাথেই থাক্লবে কোম্পানির নিজস্ব VOOC ফাস্ট চার্জিং টেকনোলজি। এই চার্জিং টেকনোলজির মাধ্যমে মাত্র পাঁচ মিনিট চার্জ করে Oppo R17 ফোনে দুই ঘন্টা কথা বলা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. প্রসেসর থেকে ক্যামেরায় চমকের ছড়াছড়ি, iPhone 17 লঞ্চ করে বাজিমাত Apple-এর
  2. স্মার্টফোনের জগত বিপ্লব! iPhone 17 Pro ও iPhone 17 Pro Max লঞ্চ করল Apple
  3. iPhone Air: অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা স্মার্টফোন লঞ্চ হল, দাম জেনে নিন
  4. ইয়ারফোনের দুনিয়ায় যুগান্তর, AirPods Pro 3 লঞ্চ করল Apple
  5. iPhone 17 সিরিজের সঙ্গে তিনটি হাই-টেক স্মার্টঘড়ি আনল Apple, ফিচার্স অবাক করবে
  6. প্রেশার মাপা থেকে বিনা নেটওয়ার্কে কলিং, বাজিমাত করবে Apple-এর নতুন স্মার্টওয়াচ
  7. নতুন কুলিং সিস্টেম থেকে দুর্ধর্ষ ক্যামেরা, iPhone 17 Pro সিরিজে আসছে বিপ্লব
  8. PVR INOX টিকিটের দাম কমিয়ে দিল, পছন্দের সিনেমা দেখুন মাত্র 99 টাকায়
  9. iPhone 17 সিরিজ আজ লঞ্চ হচ্ছে, সঙ্গে Apple Watch 11 ও AirPods Pro 3 আসতে পারে
  10. 200MP ক্যামেরার Samsung Galaxy S24 Ultra অর্ধেক দামে মিলছে, সেল শুরু হওয়ার আগেই অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.