Oppo Reno 13 5G চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে 37,999 টাকা দামে লঞ্চ হয়েছিল।
Photo Credit: Oppo
Oppo Reno 13 comes with a 50-megapixel selfie camera
2025 সালে তার অন্তিম পর্বে পৌঁছতেই পুরনো স্টক খালি করতে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার নিয়ে হাজির হচ্ছে স্মার্টফোন ব্র্যান্ডগুলি। Oppo Reno 13 মডেলে পাওয়া যাচ্ছে এমনই লোভনীয় অফার। 37,999 টাকা দামে লঞ্চ করা এই স্মার্টফোন পেয়ে যাবেন 24,999 টাকায়। এই স্টাইলিশ ডিজাইন ও প্রিমিয়াম ফিচার্সের ফোন 14,000 টাকা সস্তা হয়েছে। Oppo Reno 13-এর ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, 120 হার্টজ AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং, ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রিডার, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ইত্যাদি। চলুন ফোনটির অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Oppo Reno 13 চলতি বছর জানুয়ারি মাসে ভারতে 37,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম ছিল। আর এখন এটি অ্যামাজনে 24,999 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ, লঞ্চ প্রাইসের থেকে 13,000 টাকা সস্তা হয়েছে। অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিভাইসটি কিনলে 719 টাকা ক্যাশব্যাক মিলবে। নো কস্ট EMI মাসে 8,333 টাকা থেকে শুরু হচ্ছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে সর্বাধিক 23,500 টাকা দাম পাওয়া যেতে পারে।
অন্য দিকে, 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 39,999 টাকা থেকে কমে এখন 31,999 টাকায় বিক্রি হচ্ছে। এক্সচেঞ্জ করলে 31,700 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। এটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 3,799 টাকা ছাড় পাওয়া যাবে। 3,777 টাকা থেকে নো কস্ট EMI প্ল্যান শুরু হচ্ছে। ফোনটি লুমিনাস ব্লু এবং আইভরি হোয়াইট কালার অপশনে উপলব্ধ।
ওপ্পো রেনো 13-এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, 1,200 নিট পিক ব্রাইটনেস, 1,256 x 2,760 পিক্সেল রেজোরিউশন, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস 7i কভার আছে৷ ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর দ্বারা পরিচালিত। সংস্থা 5,600mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Oppo Reno 13-এর ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট ও f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স আছে। সামনে সেলফি ও ভিডিও চ্যাটের জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset