Photo Credit: Oppo
Oppo Reno 13-সিরিজটি খুব শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানী দেশে এটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি কোম্পানি স্মার্টফোনটির ডিজাইন,RAM এবং স্টোরেজ বিকল্পটিও প্রকাশ করেছে। কোম্পানি এটির একটি রঙের বিকল্পও প্রদর্শন করেছে।আশা করা যাচ্ছে আসন্ন লাইনআপটি,Oppo Reno 12 এবং Reno 12 Pro-এর উত্তরসূরী হিসেবে,একটি বেস মডেল এবং একটি প্রো মডেলের সাথে আসতে পারে।
আবার অন্যদিকে আসন্ন হ্যান্ডসেটগুলির মধ্যে,একটি হ্যান্ডসেট চিপসেটের বৈশিষ্ট্যর সাথে বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছে।এছাড়াও একজন টিপস্টার লাইনআপটির
বিশ্বের বাজারে লঞ্চের সময়সীমাও ফাঁস করেছে।
Oppo কোম্পানী একটি Weibo পোস্টের মাধ্যমে জানিয়েছে,
Oppo Reno 13-সিরিজটি চীনে 25সে নভেম্বর সন্ধ্যে 7টায় (4:30pm IST)লঞ্চ করা হবে।হ্যান্ডসেটটি বাটারফ্লাই পার্পল রঙের বিকল্পে আসতে চলেছে,অন্যান্য রংগুলি লঞ্চের আগে জানা যেতে পারে।
উল্লেখযোগ্য বিষয় হলো যে,এই স্মার্টফোনটির পাশাপাশি কোম্পানী Oppo Pad 3 এবং Oppo Enco R3 Pro TWS ইয়ারফোনগুলিও লঞ্চ করতে চলেছে।
কোম্পানী চিনা ই-স্টোরের তালিকায় সিরিজটির বেস মডেল Oppo Reno 13 আছে। যেখানে দেখা যাচ্ছে এটি 12জিবি+256জিবি,12জিবি+512জিবি,16জিবি+256জিবি,16জিবি+512জিবি,16জিবি+1টিবি,এই পাঁচটি RAM এবং স্টোরেজ বিকল্পের সাথে আসতে চলেছে।
একজন X ব্যবহারকারীর @chunvn8888 একটি পোস্ট থেকে ধারণা করা হচ্ছে যে,আসন্ন সিরিজটিকে বিশ্বের বাজারে 2025সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হতে পারে।
এবং পূর্বের একটি ফাঁস হওয়া তথ্য দাবি করে, ভারতেও এই সিরিজটি সেইসময়ই আসতে পারে।
Oppo Reno 13 সিরিজটির ভ্যানিলা এবং প্রো বিকল্পগুলি MediaTek Daimensity 8300 চিপসেটের মাধ্যমে চলতে পারে বলে আশা করা যাচ্ছে। পূর্বের ফাঁস হওয়া তথ্যে দাবি করা হয়েছে যে,Oppo Reno 13 Pro হ্যান্ডসেটটি একদম নতুন MediaTek Daimensity 8350 চিপসেটের সাথে আসতে পারে, যা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।
অন্যদিকে গিকবেঞ্চের তালিকায় একটি Oppo-র হ্যান্ডসেট, মডেল নম্বর PKK110-এর সাথে দেখা গিয়েছে,মনে করা হচ্ছে এটি Oppo Reno 13 Pro-এর চিনা সংস্করণ। এটির CPU এবং GPU কনফিগারেশন দেখে মনে করা হচ্ছে এটিতে MediaTek Daimensity 8300 SoC থাকতে পারে। বলা হয়েছে ফোনটিতে 16জিবি RAM থাকতে পারে এবং এটি Android 15 দ্বারা চালিত হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন