Oppo Reno 14 FS 5G স্মার্টফোনে প্রোডাক্টিভিটি ও ক্যামেরার উপর জোর দিয়ে বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স আছে।
Photo Credit: Oppo
Oppo Reno 14FS 5G জলরোধী IP68 এবং IP69 রেটিং অফার করে
Oppo Reno 14 সিরিজের চতুর্থ মডেল আত্মপ্রকাশ করল। গতকাল Oppo Reno 14 FS 5G লঞ্চ হয়েছে৷ নতুন স্মার্টফোনে গুচ্ছের AI ফিচার্স দিয়েছে কোম্পানি। এটি সার্চ, ট্রান্সলেট থেকে শুরু করে কলিং ও ক্যামেরা বিষয়ক একঝাঁক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টুলসে সজ্জিত। ফোনটি 45W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি পেয়েছে। IP68 এবং IP69 উভয় রেটিং থাকার কারণে Oppo Reno 14 FS 5G এর ভিতরে যেমন ধুলো ঢুকতে সক্ষম, তেমন জল থেকে উচ্চ স্তরের সুরক্ষা প্রদান করে। হ্যান্ডসেটটির সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে Oppo Reno 14 সিরিজে তিনটি মডেল উপলব্ধ - Reno 14, Reno 14 Pro, ও Reno 14F।
প্রথমেই ক্যামেরা ডিপার্টমেন্টে আসা যাক। Oppo Reno 14 FS 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহযোগে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার এবং 112 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ (FoV) সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা (f/2.4 অ্যাপারচার) বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য f/2.0 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে।
ওপ্পো রেনো 14 এফএস 5G এর সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, FHD+ রেজোলিউশন (1,080x2,372 পিক্সেল), 397 পিপিআই পিক্সেল ডেনসিটি, ও 1,400 নিট পিক ব্রাইটনেস সহ 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। Snapdragon 6 Gen 4 প্রসেসর চালিত এই স্মার্টফোন 8 জিবি LPDDR4X র্যাম এবং 256 জিবি UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। গ্রাফিক্সের জন্য Adreno 710 জিপিইউ আছে।
Oppo Reno 14 FS 5G উৎপাদনশীলতা ও ছবির মান বাড়াতে বা সম্পাদনার জন্য বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর বৈশিষ্ট্য অফার করে। যার মধ্যে রয়েছে গুগলের সার্কেল টু সার্চ, জেমিনাই, এআই কল সামারি, এআই ট্রান্সলেট, এআই ভয়েসস্ক্রাইব, এআই রিকম্পোজ, এআই পারফেক্ট শট, ও এআই স্টাইল ট্রান্সফার।
ওপ্পো নতুন ফোনটি Android 15-ভিত্তিক ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে। এটি 7.74 মিমি পুরু ও ওজন 180 গ্রাম। Oppo Reno 14 FS 5G কোম্পানির লুক্সেমবার্গ ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে, তবে দাম এখনও প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, Dimensity 8350 প্রসেসর, 80W ফাস্ট চার্জিং, এবং 6,000mAh ব্যাটারির সঙ্গে Oppp Reno 14 5G জুলাইয়ের শুরুতে ভারতে 37,999 টাকায় লঞ্চ হয়েছে। অন্য দিকে, Oppo Reno 14 Pro এর দাম 49,999 টাকা থেকে শুরু হচ্ছে। উভয় মডেলে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন