Oppo Reno 15 সিরিজ ওপ্পো ইন্ডিয়া অনলাইন স্টোর, Amazon, Flipkart, ও বড় অফলাইন রিটেল স্টোরে বিক্রি হচ্ছে।
Photo Credit: Oppo
Oppo Reno 15 Series features a 50-megapixel selfie camera.
Oppo Reno 15 Series গত বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছিল। এই সিরিজে তিনটি মডেল অর্ন্তভুক্ত ছিল — Reno 15 5G, Reno 15 Pro 5G, এবং Reno 15 Pro Mini 5G। আজ মঙ্গলবার (জানুয়ারি 13) দুপুর থেকে ফোনগুলির সেল শুরু হয়েছে। লঞ্চ অফারে প্রতিটি ফোনের সাথে ক্যাশব্যাক, নো-কস্ট EMI, ও এক্সচেঞ্জ বেনফিট-সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। জানিয়ে রাখি, Oppo Reno 15 লাইনআপে 80W ফাস্ট চার্জিং, IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। Reno 15 Pro ও Reno 15 Pro Mini 5G-তে 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
Oppo Reno 15 5G এর দাম ভারতে 45,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 512 জিবি ভেরিয়েন্ট কিনতে যথাক্রমে 48,999 টাকা এবং 53,999 টাকা খরচ হবে। অন্য দিকে, Oppo Reno 15 Pro 5G ও Oppo Reno 15 Pro Mini 5G এর দাম যথাক্রমে 67,999 টাকা এবং 59,999 টাকা থেকে শুরু। এগুলি 12 জিবি + 256 জিবি স্টোরেজের মূল্য।
লঞ্চ অফারে নির্বাচিত ক্রেডিট কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে কোম্পানি। জিরো ডাউন পেমেন্ট ও 15 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশন আছে। এছাড়াও, পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 2,000 টাকা বোনাস হিসেবে পাওয়া যাবে। ফোনগুলি ওপ্পো ইন্ডিয়া অনলাইন স্টোর, Amazon, Flipkart, ও বড় অফলাইন রিটেল স্টোরে বিক্রি হচ্ছে।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Reno 15 Pro 5G এবং Reno 15 Pro Mini 5G-তে যথাক্রমে 6.78 ইঞ্চি ও 6.32 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। দুই ফোনেই রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট আছে। ফোনগুলি Dimensity 8450 প্রসেসর দ্বারা চালিত। উভয় মডেলে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি আছে।
ওপ্পো রেনো 15 প্রো ও রেনো 15 প্রো মিনি 5G যথাক্রমে 6,500mAh এবং 6,200mAh ব্যাটারি অফার করে। দুই ফোনেই তিনটি রিয়ার ক্যামেরা আছে — অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)- সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।
বেস Oppo Reno 15 5G মডেলে 6.59 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে প্রো মডেল দু'টির মতো বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। ফোনটি Snapdragon 7 Gen 4 চিপসেট দ্বারা চালিত। স্মার্টফোনটির পিছনের প্যানেলে একজোড়া 50 মেগাপিক্সেল ও একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। এতে 80W ফাস্ট চার্জিং সহ 6,500mAh ব্যাটারি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo V70 Series India Launch Timeline Leaked; Two Models Expected to Debut
Arc Raiders' Sales Cross 12.4 Million Copies as Embark Studios Rolls Out New Update