Oppo Reno 15, Reno 15 Pro, ও Reno 15 Mini ডিসেম্বরের শেষে ভারতে লঞ্চ হতে চলেছে।
Oppo Reno 14 Launched in India on July 3, 2025
Oppo Reno 15 সিরিজ ডিসেম্বরে ভারতে লঞ্চ হতে পারে। সংস্থা এখনও এই বিষয়ে মুখ খোলেনি। তবে এই নতুন মিড-রেঞ্জ লাইনআপ চলতি বছরের শেষে দেশের বাজারে আসবে বলে জানা গেছে। সংস্থা তিনটি মডেল আনবে — Oppo Reno 15, Reno 15 Pro, ও Reno 15 Mini। এই Reno 15 Mini সিরিজের প্রথম কম্প্যাক্ট মডেল হবে। আর Reno 15 Pro সবচেয়ে দামি এবং অত্যাধুনিক মডেল হিসেবে আসছে। ফোনটিতে অনবদ্য ক্যামেরা সেটআপ থাকার কথা শোনা যাচ্ছে। সূত্রের দাবি, এতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাবে।
টিপস্টার সুধাংশুর সঙ্গে হাত মিলিয়ে 91মোবাইলস তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, ওপ্পো রেনো 15, রেনো 15 প্রো, এবং রেনো 15 মিনি ডিসেম্বরের অন্তিম সপ্তাহে ভারতে লঞ্চ হবে। তবে সেল শুরু হবে জানুয়ারি মাসে। নির্দিষ্ট করে বললে, 2026 সালের জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। ফোনগুলি স্টাইলিশ ডিজাইন ও উন্নত স্পেসিফিকেশন অফার করবে।
Oppo Reno 14 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হয়েছিল। অবাক করার মতো বিষয় হল, উত্তরসূরি মডেলগুলি 6 মাসের মধ্যে বাজারে আসছে। Reno 15 Mini মডেলে 6.3 ইঞ্চি ডিসপ্লে থাকবে। স্ক্রিনটি ফ্ল্যাট হবে ও এতে AMOLED প্যানেল থাকতে পারে। অন্য দিকে, বেস Reno 15 একটি OLED ডিসপ্লে ব্যবহার করতে পারে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ ও রেজোলিউশন 1.5K হওয়ার সম্ভাবনা।
ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে যে, Oppo Reno 15 Pro ফোনটিতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে, Reno 15 একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে আসতে পারে।
এছাড়াও, Reno 15 চলবে 6,000mAh ব্যাটারিতে। বেস ও প্রো মডেলে MediaTek Dimensity 8000 সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে। উল্লেখ্য, Reno 14 ও Reno 14 Pro জুলাইয়ে যথাক্রমে Dimensity 8350 এবং Dimensity 8450 প্রসেসর সহ ভারতে এসেছিল। ফলে উত্তরসূরি মডেলে এদের আপগ্রেড ভার্সন থাকবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, Oppo Find X9 ও Find X9 Pro নভেম্বরে ভারতে লঞ্চ হবে। এই দুই ফ্ল্যাগশিপ ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর ও Hasselblad-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। Pro ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। বেস ও প্রো মডেলের সামনে যথাক্রমে 32 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন