Oppo Reno 15 ও Reno 15 Pro এর অগ্রিম বুকিং ইতিমধ্যেই চীনে কোম্পানির ওয়েবসাইটে শুরু হয়েছে।
Photo Credit: Oppo
Oppo Reno 15 Pro Colour Options
Oppo Reno 15 Series নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটল। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, Reno 15 ও Reno 15 Pro নভেম্বর 17 আনুষ্ঠানিক ভাবে চীনে লঞ্চ হবে। গত সপ্তাহে ফাঁস হওয়া একটি পোস্টারে একই তারিখ উল্লেখ করা ছিল। এই সিরিজে Reno 15 Mini মডেলের একটি কম্প্যাক্ট মডেল আসতে পারে। যদিও ব্র্যান্ডটি এখনও কিছু বলেনি। Oppo Reno 15 সিরিজ MediaTek Dimensity 8450 চিপসেটে রান করবে বলে জানা গেছে। Reno 15 Pro এর প্রাইমারি ক্যামেরা 200 মেগাপিক্সেলের হতে পারে। বেস ও প্রো উভয় মডেলের ডিজাইন ও মেমোরি অপশনও প্রকাশ হয়েছে।
চীনে ওপ্পোর ওয়েবসাইটে দুই ফোনের অগ্রিম বুকিং শুরু হয়েছে। ফোনগুলি ভারতে ডিসেম্বরে লঞ্চ হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। Oppo Reno 15 স্টারলাইট ব্লু, অরোরা ব্লু, ও ক্যানেল ব্রাউন কালার অপশনে উপলব্ধ হবে। ফোনটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টে বিক্রি হবে।
অন্য দিকে, Oppo Reno 15 Pro স্টারলাইট বো, হানি গোল্ড, ও ক্যানেল ব্রাউন রঙের বিকল্পে পাওয়া যাবে। হ্যান্ডসেটটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে।
কোম্পানি এখন ফোন দু'টির কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে রিপোর্ট থেকে জানা গেছে, ওপ্পো রেনো 15 ও রেনো 15 প্রো যথাক্রমে 6.59 ইঞ্চি ও 6.78 ইঞ্চি OLED স্ক্রিনের সঙ্গে আসবে, যা 1.5K রেজোলিউশন সমর্থন করবে। উভয় ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8450 প্রসেসর ব্যবহার হতে পারে। এই লাইনআপের সমস্ত ফোন Android 16-নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যারে চলবে।
স্ট্যান্ডার্ড Reno 15 মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। অন্য দিকে, Reno 15 Pro এর পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স মিলতে পারে।
প্রো ভার্সনে 6,300mAh ব্যাটারি থাকতে পারে যা 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, দুই ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme GT 8 Pro Aston Martin F1 Limited Edition Launched With Racing-Inspired Design, 7,000mAh Battery: Price, Specifications