Oppo Reno 15c 5G মডেলে Android 16 নির্ভর ColorOS 16 কাস্টম স্কিন আছে।
Photo Credit: Oppo
Oppo Reno 15c 5G houses a 7,000mAh battery
Oppo গতকাল Reno 15 সিরিজের অধীনে Reno 15 5G, Reno 15 Pro 5G, এবং Reno 15 Pro Mini 5G ভারতে লঞ্চ করেছে। তিনটি স্মার্টফোনের পাশাপাশি Reno 15c 5G নামে আরও একটি নতুন মডেল লঞ্চের ঘোষণা করেছে কোম্পানি। এটি কিন্তু চীনে বিক্রিত একই নামের ফোনের থেকে আলাদা। ডিভাইসটি Reno 15 লাইনআপের অন্য তিন মডেলের মতো দেখতে, তবে স্পেসিফিকেশন ভিন্ন। Oppo Reno 15c 5G-এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4K 30fps ভিডিও রেকর্ডিং, 80W ফাস্ট চার্জিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি। এটি দামের দিক থেকে সিরিজের সবচেয়ে সস্তা মডেল।
ওপ্পো রেনো 15সি 5G স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা আছে। সিস্টেমটি f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/1.8 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 2 মেগাপিক্সেল (f/2.4) ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা 30 ফ্রেম প্রতি সেকেন্ডে 4K রেজোলিউশনে ভিডিও তুলতে সক্ষম।
Oppo Reno 15c 5G একটি 6.59 ইঞ্চির ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল), ও 1,400 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসটি Android 16 নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে।
এই ফোনে Snapdragon 6 Gen 1 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 8 জিবি LPDDR4x র্যাম ও 128 জিবি / 256 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটি 7,000mAh ব্যাটারি পেয়েছে যা 80W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Oppo Reno 15c মডেলে, IP66 + IP68 + IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং আছে। হ্যান্ডসেটটির পরিমাপ 158.18 x 74.93 x 8.14 মিমি ও ওজন 195 গ্রাম।
Oppo Reno 15c 5G এর বেস 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 34,999 টাকা। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 37,999 টাকার বিক্রি করবে সংস্থা। এটি আফটারগ্লো পিঙ্ক ও টোয়াইলাইট ব্লু রঙের বিকল্পে উপলব্ধ। ফোনটি ফেব্রুয়ারি থেকে Amazon, Flipkart, Oppo ইন্ডিয়া অনলাইন স্টোর, ও অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে। সেলের তারিখ এখনও ঘোষণা হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন