Oppo Reno 15C চীনে ডিসেম্বর 19 লঞ্চ হতে পারে৷ এটি Oppo Reno 15 সিরিজের তৃতীয় মডেল।
Photo Credit: Oppo
Oppo Reno 15C তিনটি রঙের বিকল্পে উপলব্ধ হবে
Oppo Reno 15C ডিসেম্বরে বাজারে আসতে চলেছে। সংস্থা এখনও লঞ্চ ডেট ঘোষণা না করলে, এখন একটি সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে এই বিষয়ক তথ্য ফাঁস হয়েছে। Reno 15 এবং Reno 15 Pro নভেম্বরে চীনে রিলিজ হয়েছে। এই সিরিজের তৃতীয় মডেল হল Reno 15C। ডিভাইসটির ডিজাইন এবং লঞ্চের তারিখের পাশাপাশি প্রচুর স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। হ্যান্ডসেটটি 12 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। Oppo Reno 15C-এর সামনে এবং পিছনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। ফোনটির তিনটি রঙ নিশ্চিত করা গেছে।
গিজমোচীনার প্রতিবেদন অনুসারে, Oppo Reno 15C চীনা টেলিকমের ওয়েবসাইটে PMD110 মডেল নম্বরের সঙ্গে দেখা গিয়েছে। সেই লিস্টিং থেকে জানা গিয়েছে, এটি চীনে ডিসেম্বর 19 আত্মপ্রকাশ করতে পারে। আসন্ন ফোনটির তিনটি রঙের পোশাকি নাম হল অ্যাকাডেমি ব্লু স্টারলাইট বো, ও অরোরা ব্লু।
ওপ্পো রেনো 15সি একটি 6.59 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন (1,256x2,760 পিক্সেল) সমর্থন করবে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। হ্যান্ডসেটটি Snapdragon 7 Gen 4 প্রসেসরে চলবে। সফটওয়্যারের দিক থেকে Android 16-নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল থাকতে পারে।
ডিভাইসটির পিছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেল Sony LYT-600 সেন্সর ব্যবহার হতে পারে। মেইন ক্যামেরার সঙ্গে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে। ফোনটি 6,500mAh ব্যাটারি পেতে পারে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এছাড়াও, আসন্ন হ্যান্ডসেটে 7.77 মিমি স্লিম বডি, অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম, এবং IP68 + IP69-স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা থাকতে পারে। প্রসঙ্গত, Oppo Reno 15C-এর লুকস ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। এতে সিরিজের বাকি দুই ফোনের মতো বর্গাকার ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি ক্যামেরা বর্তমান। Reno 15 এবং Reno 15 Pro-এর সামনেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনগুলি 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ।
Reno 15 Pro ফোনটিতে 6500mAh ব্যাটারি আছে যা 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মনে 6.78 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন অফার করে। বেস Reno 15 মডেলেও একই বৈশিষ্ট্যের ডিসপ্লে আছে, তবে দৈর্ঘ্য 6.32 ইঞ্চি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Lenovo Yoga Slim 7x, IdeaPad 5x 2-in-1, IdeaPad Slim 5x With Snapdragon X2 Chips to Launch at CES 2026: Report
TCL Note A1 Nxtpaper E-Note Launched With 8,000mAh Battery, 11.5-Inch Display: Price, Specifications