Oppo Reno 15c-এর পিছনে কাঁচের প্যানেল রয়েছে।
Photo Credit: Oppo
Oppo Reno 15c features a 50-megapixel selfie camera
Oppo Reno 15c সোমবার আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। এটি Reno 15 সিরিজের তৃতীয় মডেল। Reno 15 এবং Reno 15 Pro নভেম্বরে বাজারে এসেছে। নতুন ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসরে রান করে ও সিরিজের অন্য দুই মডেলের তুলনায় দাম কম। Oppo Reno 15C এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে সর্বোচ্চ মানের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, NFC, ইনফ্রারেড ব্লাস্টার, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, Wi-Fi 6, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং প্রযুক্তি, ইত্যাদি। চলুন হ্যান্ডসেটটির দাম এবং খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
ওপ্পো রেনো 15সি স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল Sony LYT-600 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 8 মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল Samsung JN5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সঙ্গে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
Oppo Reno 15c একটি 6.59 ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন (2,760 x 1,256 পিক্সেল), ও 1,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
এই ফোনে স্ন্যাপড্রাগন 7 জেন 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও সর্বোচ্চ 1 টিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটি 6,500mAh ব্যাটারি পেয়েছে যা 80W ওয়্যার্ড বা তারযুক্ত ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। ডিভাইসটি Android 16 নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে।
Oppo Reno 15c-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে কাঁচের ব্যাক প্যানেল, IP66 + IP68 + IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল সিম 5G, USB-C, স্টেরিও স্পিকার। হ্যান্ডসেটটির পরিমাপ 158 x 74.83 x 7.77 মিলিমিটার এবং ওজন 197 গ্রাম।
চীনে Oppo Reno 15c র বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,899 ইউয়ান যা ভারতীয় মুদ্রায় প্রায় 37,000 টাকার সমান। অন্য দিকে, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 3,199 ইউয়ান (প্রায় 41,000 টাকা)। এটি স্টারলাইট বো, অরোরা ব্লু, ও কোলাজ ব্লু রঙের বিকল্পে উপলব্ধ। ফোনটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন