2,000 টাকা সস্তা হল Oppo Reno 2F। গত বছর অগাস্টে লঞ্চ হলেও অক্টোবরে বিক্রি শুরু হয়েছিল এই ফোন।
Oppo Reno 2F -এ পপ-আপ সেলফি ক্যামেরা রয়েছে
2,000 টাকা সস্তা হল Oppo Reno 2F। গত বছর অগাস্টে লঞ্চ হলেও অক্টোবরে বিক্রি শুরু হয়েছিল এই ফোন। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। Android Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে নতুন ColorOS 6.1 স্কিন। ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে VOOC 3.0 ফ্ল্যাশ চার্জ সাপোর্ট থাকছে। সঙ্গে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা।
Oppo Reno 2F এর দাম কমে হয়েছে 21,990 টাকা। 8GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন কেনা যাবে। ইতিমধ্যেই Amazon.in থেকে নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে।
কবে লঞ্চ হবে Galaxy M31? জানিয়ে দিল Samsung
Oppo Reno 2F ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P70 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। Oppo Reno 2F ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC Flash Charge 3.0 সাপোর্ট।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
ছবি তোলার জন্য Oppo Reno 2F ফোনের ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Samsung ISOCELL GM1 সেন্সর। সাথে থাকছে একটি 119 ডিক্রি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি তোলার জন্য Oppo Reno 2F ফোনের পপ-আপ সেলফি ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo S50 Series Tipped to Feature a Periscope Telephoto Lens, 50-Megapixel Selfie Camera
Samsung Galaxy Z TriFold Launch Timeline Leaked Again; Said to Be Available in a Few Asian Countries