Samsung Galaxy M31 -এ থাকছে Full HD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Samsung Galaxy M31 -এ থাকছে Full HD+ Super AMOLED ডিসপ্লে
25 ফেব্রুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy M31। সম্প্রতি কোম্পানির ওয়েবসাইট থেকে এই তথ্য সামনে এসেছে। এই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফোনের পিছনে আয়তাকার ক্যামেরা মডিউলে থাকবে চারটি ক্যামেরা। সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। ফোনের পিহনে গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা গিয়েছে। কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 25 ফেব্রুয়ারি দুপুর 12 টায় লঞ্চ হবে Samsung Galaxy M31।
কোম্পানির ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Galaxy M31 -এ থাকছে Full HD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Samsung -এর জনপ্রিয়তা তলানিতে, ভারতে হু হু করে বাড়ছে Realme
এছাড়াও কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Samsung Galaxy M31 -এ থাকছে 6,000 mAh ব্যাটারি। Redmi Note 8 Pro, Realme 5 Pro কে সরাসরি চ্যালেঞ্জ জানাতে ভারতে নতুন এই ফোন আনছে Samsung।
সম্প্রতি প্রকাশিত বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে Galaxy M31 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপর কোম্পানির One UI 2.0 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকবে Exynos 9611 চিপসেট। 4GB RAM + 64GB স্টোরেজ ও 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোন।
Galaxy M31 ছাড়াও শীঘ্রই M সিরিজে লঞ্চ হবে Galaxy M11 ও Galaxy M21।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft Announces Halo: Combat Evolved Remake for 2026, Confirms Halo Games Are Coming to PS5
OnePlus 15 New Gaming Core Chip, Other Specifications Revealed Hours Before Launch