ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো নতুন স্মার্টফোন Poco X7 Pro 5G,সাথে আছে Poco X7 5G

Poco X7 5G-হ্যান্ডসেটটিকে তিনটি অসাধারণ রঙের বিকল্পের সাথে পাওয়া যাবে

ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো নতুন স্মার্টফোন Poco X7 Pro 5G,সাথে আছে Poco X7 5G

Photo Credit: Poco

Poco X7 Pro 5G is said to meet IP66, IP68 and IP69 ratings for dust and water resistance

হাইলাইট
  • Poco X7 5G-হ্যান্ডসেটটিতে একটি 6.67ইঞ্চির 1.5K বক্র AMOLED ডিসপ্লে আছে
  • প্রো-মডেলটিতে একটি 6.73ইঞ্চির 1.5K ফ্ল্যাট AMOLED স্ক্রিন আছে
  • উভয় হ্যান্ডসেটেই 20-মেগাপিক্সেলের সেলফি শুটার আছে
বিজ্ঞাপন

Poco X7 5G-সিরিজটি বিগত বৃহস্পতিবার ভারতে লঞ্চ করা হয়েছে।সিরিজটি একটি বেসমডেল-Poco X7 5G এবং একটি প্রো-মডেল-Poco X7 Pro 5G-র সমন্বয়ে গঠিত হয়ে উপস্থিত হয়েছে। বেস-মডেলটি একটি MediaTek Dimensity 7300 আলট্রা চিপসেট এবং 45W-তারযুক্ত চার্জিং সমর্থিত একটি 5500mAh-ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে আছে।অন্যদিকে প্রো-মডেলটিতে MediaTek Dimensity 8400 আলট্রা SoC এবং 90W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 6550mAh ব্যাটারী আছে। উভয় হ্যান্ডসেটেই একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং 20-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যায়।

ভারতে Poco X7 5G এবং Poco X7 Pro 5G-এর দাম এবং উপলব্ধতা:

ভারতে Poco X7 5G-এর 8জিবি+128জিবি বিকল্পটির দাম 21,999টাকা,যেখানে 8জিবি+256জিবি বিকল্পটি 23,999 টাকায় উপলব্ধ আছে।ফোনটি কসমিক-সিলভার,গ্লেসিয়ার-গ্রিন এবং Poco-হলুদ রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।

8জিবি+256জিবি বিকল্পের Poco X7 Pro 5G-র দাম 26,999 টাকা,সেখানে 12জিবি+256জিবি বিকল্পটির দাম 28,999টাকা।
এটি নেবুলা-গ্রিন, অবসিডিয়ান-ব্ল্যাক, Poco-হলুদ রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।

Poco X7 5G-সিরিজের ভ্যানিলা এবং প্রো-মডেলটি দেশের বাজারে যথাক্রমে 14ই ফেব্রুয়ারী এবং 17ই ফেব্রুয়ারী থেকে ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। ICICI ব্যাংকের গ্রাহকরা 2000
টাকার ব্যাংক অফার পাবেন। Poco X7 Pro 5G-হ্যান্ডসেটটি বিক্রয়ের প্রথমদিনই গ্রাহকরা অতিরিক্ত 1000টাকার ছাড়ের সাথে কিনতে পারবেন।

Poco X7 5G এবং Poco X7 Pro 5G-এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন:

Poco X7 5G-হ্যান্ডসেটটিতে 120Hz রিফ্রেশরেটের সাথে একটি 6.67-ইঞ্চির 1.5K বক্র AMOLED ডিসপ্লে আছে, যেটির টাচ্-স্যাম্পলিং-রেট 240Hz,সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 3000 নিট এবং এটিতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2-এর সুরক্ষা দেওয়া আছে।
অন্যদিকে Poco X7 Pro 5G-হ্যান্ডসেটটি একটি 6.73-ইঞ্চির 1.5K ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দ্বারা সজ্জিত হয়ে আছে,এটি সর্বোচ্চ 3200নিট উজ্জ্বলতা প্রদান করে এবং এটিতে কর্নিং গরিলা গ্লাস 7i-এর সুরক্ষা আছে।প্রো-মডেলটিতে বেসমডেলের মতো একই রিফ্রেশরেট এবং টাচ্-স্যাম্পলিং-রেট আছে।

বেস-মডেলটি MediaTek Dimensity 7300 আলট্রা চিপসেট দ্বারা চালিত সেখানে প্রো-মডেলটি MediaTek Dimensity 8400 আলট্রা SoC-দ্বারা চালিত। ভ্যানিলা-মডেলটি LPDDR4X RAM এবং UFS 2.2 অনবোর্ড স্টোরেজ সমর্থন করে এবং Android 14-ভিত্তিক HyperOS-দ্বারা চালিত। অন্যদিকে প্রো-মডেলটি প্রথমথেকেই Android 15-ভিত্তিক HyperOS 2.0 বহন করে এবং এটিতে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ যুক্তকরা হয়েছে। উভয় হ্যান্ডসেটেই তিন বছরের OS আপগ্রেড এবং চারবছরের জন্য সিকিউরিটি আপডেট পেয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে Poco X7 5G-হ্যান্ডসেটটিতে OIS,EIS এবং f/1.59 অ্যাপারচার সহ একটি অনির্ধারিত 50-মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা আছে, যেখানে প্রো-মডেলটিতে একটি প্রধান 50-মেগাপিক্সেলের Sony LYT-600-সেন্সর আছে। উভয় হ্যান্ডসেটই একটি করে 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড শুটার এবং একটি 20-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। এগুলিতে AI-ভিত্তিক ইমেজিং,ফটো-এডিটিং এবং ফটো AI নোট-এর মতো অন্যান্য পারফরম্যান্স-বুস্টিং টুল আছে।

প্রো-মডেলটিতে 90W-এর হাইপার-চার্জিং সমর্থিত একটি 6550 mAh-ব্যাটারী আছে, এবং দাবি করা হয়েছে যে এটি মাত্র 47 মিনিট শূন্য থেকে 100% চার্জ হতে পারে। অন্যদিকে বেস মডেলটি 45W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,500mAh ব্যাটারী বহন করে।

সংযোগের ক্ষেত্রে হ্যান্ডসেটগুলিতে-5G,WiFi-6, ব্লুটুথ 5.3 এবং একটি USB Type-C-পোর্ট যুক্তকরা হয়েছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য ফোনগুলিতে মিলিতভাবে IP66+IP68+ IP69 দেওয়া হয়েছে। এছাড়াও এগুলিতে TUV রাইনল্যান্ড লো-ব্লু-লাইট, ফ্লিকার-ফ্রি সার্টিফিকেশন ও ডলবি-অ্যাটমোসের সাথে ডুয়াল স্টোরিও স্পিকারগুলি দেওয়া হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 15: একলাফে 14,500 টাকা দাম কমল iPhone 15-এর, এমন বিপুল ছাড় কোথায়
  2. এক বছর রিচার্জ ভুলে যান, Airtel এর এই প্ল্যানে 365 দিন যত খুশি কলিং, দিনে 2GB ডেটা, ও ফ্রি OTT
  3. Motorola Signature স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, প্রিমিয়াম ক্যামেরার সাথে দুর্ধর্ষ ফিচার্স
  4. Flipkart Republic Day সেলে মহা ছাড়, 9,999 টাকায় নতুন ফোন, iPhone, Vivo, Motorola-তে বাম্পার অফার
  5. Google Pixel 10a: মিড-রেঞ্জে প্রিমিয়াম ফোন আনছে গুগল, ফেব্রুয়ারিতে লঞ্চের আগেই দাম ও ফিচার্স লিক
  6. Xiaomi 17 Max: শাওমির ইতিহাসে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন আসছে, লঞ্চ কবে জেনে নিন
  7. Flipkart Republic Day Sale: বিশাল ছাড় ফ্লিপকার্টে, iPhone 16 প্রায় 23,000 টাকা সস্তায়
  8. Realme-এর প্রথম 10,000mAh ব্যাটারি ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হল, শীঘ্রই ভারতে লঞ্চ হবে
  9. Amazon Great Republic Day সেলে 45 শতাংশ ছাড়ে বিক্রি হবে ল্যাপটপ ও ট্যাব
  10. 10,000mAh ব্যাটারির Realme স্মার্টফোন ভারতে জানুয়ারি মাসেই লঞ্চ হতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »