Realme 14T 5G এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল
Photo Credit: Realme
রিয়েলমি সম্প্রতি ঘোষণা করেছে যে তারা শীঘ্রই ভারতে Realme 15 সিরিজ উন্মোচন করবে। এই লাইনআপে বেস Realme 15 ও আরও প্রিমিয়াম Realme 15 Pro অন্তর্ভুক্ত থাকবে। লঞ্চের আগে, একটি নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোম্পানি আগামী মাস অর্থাৎ আগস্টে এই সিরিজের অধীনে Realme 15T নামে আরও একটি মডেলের উপর থেকে পর্দা সরাতে পারে। ওই নয়া রিপোর্টে গুজবে পরিপূর্ণ এই ফোনটির সম্ভাব্য লঞ্চ টাইমলাইনের পাশাপাশি কালার অপশন এবং মেমরি ভেরিয়েন্টগুলির ইঙ্গিত দেওয়া হয়েছে। জানা গিয়েছে যে, Realme 15T স্মার্টফোনটি 12GB পর্যন্ত RAM ও সর্বাধিক 256GB অনবোর্ড স্টোরেজ সাপোর্ট করবে।
91মোবাইলসের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, Realme 15T এই বছরের আগস্টে ভারতে লঞ্চ হবে। হ্যান্ডসেটটির মডেল নম্বর RMX5111 IN বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রিয়েলমি সম্প্রতি প্রকাশ করেছে, Realme 15 5G এবং Realme 15 Pro 5G খুব তাড়াতাড়িই ভারতে লঞ্চ হবে। Pro ভেরিয়েন্টটিতে ফ্ল্যাগশিপ ফিচার্স থাকবে বলে অনুমান করা হচ্ছে যা পূর্বে Pro+ ভেরিয়েন্টের জন্য এক্সক্লুসিভ ছিল।
কোম্পানি আরও জানিয়েছে যে, 15 Pro হবে তাদের সবচেয়ে উন্নত "এআই পার্টি ফোন"। Realme 15 সিরিজে "পার্টি-অনুপ্রাণিত ক্যামেরা ফিচার্স" দেওয়া হবে, যার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমর্থিত ইমেজিং। এটি কনসার্ট, ডান্স ফ্লোর অথবা হাউস পার্টির মতো পরিবেশে গতিশীল আলোর অবস্থার সাথে মানানসই ছবি তুলতে সাহায্য করবে।
রিপোর্ট অনুসারে, Realme 15T ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ, ও 12GB RAM + 256GB স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। হ্যান্ডসেটটি ফ্লোয়িং সিলভার, সিল্ক ব্লু এবং স্যুট টাইটানিয়াম রঙের বিকল্পে বিক্রি হবে বলে জানা গিয়েছে। তবে, রিপোর্টে হ্যান্ডসেটটির ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর বা স্পেসিফিকেশন সম্পর্কে অন্য কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, Realme 14T 5G এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটির 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 17,999 টাকা ও 19,999 টাকা। এটি লাইটনিং পার্পল, অবসিডিয়ান ব্ল্যাক এবং সার্ফ গ্রিন রঙে বিক্রি হচ্ছে।
Realme 14T 5G ফোনটিতে 6.67 ইঞ্চি 120Hz ফুল-HD+ AMOLED স্ক্রিন, MediaTek Dimensity 6300 প্রসেসর, IP69 রেটেড ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট বিল্ড, ও 45W SuperVOOC চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য, এতে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট এবং 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক Realme UI 6 কাস্টম স্কিনে রান করে এবং নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.