Realme 2 Pro ফোনে পৌঁছাল Android Pie আপডেট। Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6 স্কিন। নতুন এই আপডেটের সাইজ 2.25 GB। Android Pie অপারেটিং সিস্টেমের সাথেই এই আপডেটের মাধ্যমে Realme 2 Pro ফোনে পৌঁছে যামে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। OTA পদ্ধতিতে ধাপে ধাপে সব Realme 2 Pro ফোনে এই আপডেট পৌঁছে যাবে। বিশাল এই আপডেট Wifi থেকে ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্য সব OTA আপডেটের মতোই Settings > System Update থেকে Realme 2 Pro আপডেট করা যাবে। ইতিমধ্যেই কোম্পানির অফিশিয়াল ফোরামে এই আপডেট এর খবর জানিয়েছে Realme।
4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 Pro এর দাম 11,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজ ও 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে 13,990 টাকা আর 15,990 টাকা। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Realme 2 Pro। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই ফোন।
System
- Updated to ColorOS 6 based on Android Pie
- Added notification icons in status bar
- Added lock screen magazine
- Added a new navigation gesture
- Added app drawer to ColorOS launcher
- Added Riding Mode
- Added Live Wallpaper
- Android Security Patch Level: May 5th, 2019
UI
- Updated UI of the notification panel
- Updated UI of AI Board
- Updated default theme
- Camera
- Added Chroma Boost Mode
- Added HAL3 support (need to switch on in the developer options)
Applications
- Added realme Theme Store
- Added realme App Market (certain regions)
- Added realme Game Center (certain regions)
- Added realme Community (certain regions)
Realme 2 Pro তে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ছোট নচ। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 4GB/6GB/8GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16MP Sony IMX398 প্রাইমারি সেন্সার। এই ক্যামেরা দিয়ে 30fps স্পিডে 4K ভিডিও তোলা যাবে। এছাড়াও থাকবে একটি 16MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Sony IMX398 Realme 2 Pro তে থাকছে USB OTG, Wi-Fi 802.11 ac, Bluetooth, 4G VoLTE, GPS সহ আরও অনেক অপশান। Realme 2 Pro এর ব্যাটারি 3500 mAh। ফোনের ওজন 174 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন