অফলাইনে 6GB RAM আর 64GB স্টোরেজে Realme 3 Pro এর দাম 15,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। কার্বোন গ্রে, লাইটনিং পার্পল আর নাইট্রো ব্লু রঙে পাওয়া যাবে এই ফোন।
অফলাইন স্টোরে বিক্রি শুরু হয়েছে Realme 3 Pro
এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 3 Pro। এতদিন শুধুমাত্র অনলাইনে ফ্ল্যাশ সেলে এই ফোন পাওয়া যাচ্ছিল। এবার গোটা দেশের 8,000 রিটেল স্টোরে এই ফোন পাওয়া যাবে। মঙ্গলবার অফলাইন স্টোরে বিক্রি শুরু হয়েছে Realme 3 Pro।
অফলাইনে 6GB RAM আর 64GB স্টোরেজে Realme 3 Pro এর দাম 15,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। কার্বোন গ্রে, লাইটনিং পার্পল আর নাইট্রো ব্লু রঙে পাওয়া যাবে এই ফোন। অনলাইন ছাড়া অফলাইনেও পাওয়া যাচ্ছে Realme 3 Pro।
ডুয়াল সিম Realme 3 Pro তে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Realme 3 Pro তে থাকছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Realme 3 Pro ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল IMX519 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Realme 3 Pro তে থাকছে একটি ব25 মেগাপিক্সেল ক্যামেরা। Realme 3 Pro ক্যামেরায় 960 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে সুপার স্লো মোশান ভিডিও তোলা যাবে। 64 মেগাপিক্সেল ছবি তোলার জন্য থাকছে Ulltra HD মোড আর কম আলোতে উজ্জ্বল ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড।
Realme 3 Pro ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। কানেক্টিভিটির জন্য Realme 3 Pro তে রয়েছে Bluetooth 5.0, 4G LTE, Wi-Fi 802.11ac (2.4GHz+5GHz) আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,045 mAh ব্যাটারি। জলদি চার্জ করার জন্য থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। Realme 3 Pro এর ওজন 172 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Says the Year 2025 Almost Became Earth's Hottest Recorded Year Ever
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February