আগামীকাল ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে Realme। এই ফোন সম্পর্কে এখনও বেশি তথ্য জানা যায়নি। প্রকাশ্যে আসেনি এই ফোনের নাম। এবার নতুন এই ফোনের নাম সম্পর্কে ইঙ্গিত দিলেন ভারতে Realme প্রধান মাধব শেঠ। নিজের টুইটার প্রোফাইলের নাম বদল করে Madhab '5' Quad করেছেন তিনি। এর পরে অনেকেই মনে করছেন 8 অগাস্ট Realme 5 নামে বাজারে আসবে কোয়াড ক্যামেরার 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। চিনে 4 একটি অশুভ সংখ্যা। তাই সেই সংখ্যা বাদ দিয়ে Realme 3 Pro এর পরে লঞ্চ হতে চলেছে Realme 5। তবে Realme 5 Pro নামেও বাজারে আসতে পারে এই স্মার্টফোন।
এখনও এই ফোন সম্পর্কে বিশেষ তথ্য সামনে আসেনি। সম্প্রতি প্রকাশিত টিজারে জানা গিয়েছিল ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল সেন্সর। সম্প্রতি মোবাইল ফোনের জন্য 64 মেগাপিক্সেল ISOCELL Bright GW1 সেন্সর লঞ্চ করেছিল Samsung। নতুন realme ফোনে এই সেন্সর ব্যবহার হতে পারে। Realme X লঞ্চের সময় নিজের ট্যুইটার প্রোফাইলে নাম বদল করে ‘Madhab X' করেছিলেন কোম্পানির প্রধান।
বৃহস্পতিবার ভারতে এই ফোন লঞ্চ হওয়ার পরে 15 অগাস্ট চিনে এই ফোন লঞ্চ হবে। Realme ছাড়াও 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চের দৌড়ে রয়েছে Samsung ও Xiaomi। বুধবার চিনে 64 মেগাপিক্সেল ক্যামেরা প্রযুক্তি সামনে নিয়ে আসছে Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন