গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Realme 5i। বুধবার ভারতে এই ফোন বিক্রি শুরু করবে Realme। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Realme 5 ফোনেও ছিল একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এছাড়াও Realme 5i ফোনের ভিতরে থাকছে Snadragon 665 চিপসেট, 4GB RAM, 64GB স্টোরেজ আর 5,000 mAh ব্যাটারি।
Realme 5i এর দাম 8,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। অ্যাকুয়া ব্লু আর ফরেস্ট গ্রিন রঙে পাওয়া যাবে এই ফোন। 15 জানুয়ারি, বুধবার দুপুর 12 টায় Flipkart আর Realme.com থেকে Realme 5i বিক্রি শুরু হবে।
লঞ্চ অফারে Jio গ্রাহকরা 7,550 টাকার সুবিধা পাবেন। Flipkart থেকে Realme 5i কিনলে এই সুবিধা পাওয়া যাবে। Realme.com থেকে এই ফোন কিনলে 1,000 টাকা MobiKwik SuperCash পাওয়া যাবে। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Realme.com থেকে Realme 5i কিনলে অতিরিক্ত 500 টাকা ছাড় পাওয়া যাবে।
Realme 5i ফোনে 6.52 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। এই ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
Realme 5i ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Realme 5i ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, a GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি আর 10W চার্জিং। Realme 5i এর ওজন 195 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন