করোনাভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন। আর লকডাউনের মধ্যেই প্রায় সব জনপ্রিয় স্মার্টফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে স্মার্টফোনে জিএসটি 12 শতাংশ থেকে বাড়িয়ে 18 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। 1 এপ্রিল থেকে স্মার্টফোনে নতুন জিএসটি প্রযোজ্য হয়েছে। তাই তড়িঘড়ি স্মার্টফোনের দাম বাড়িয়েছে বিভিন্ন কোম্পানি। একই পথে হেঁটে দামি হয়েছে বিভিন্ন Realme স্মার্টফোন।
সম্প্রতি লঞ্চ হওয়া Realme 6 ও Realme 6 Pro এর দাম বেড়েছে 1,000 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে Realme 6 কিনতে 13,999 টাকা খরচ হবে। 6GB RAM + 64GB স্টোরেজ ও 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে যথাক্রমে 15,999 টাকা ও 16,999 টাকা খরচ হবে। Realme 6 Pro-র দাম শুরু হচ্ছে 17,999 টাকা থেকে। কোম্পানি জানিয়েছে 2018 সালের পরে এই প্রথম স্মার্টফোনের দাম বাড়াল কোম্পানি।
লকডাউনের মধ্যেই ফোনের দাম বাড়াল Xiaomi, Redmi ও Poco
স্মার্টফোন মডেল | ্পুরনো দাম (টাকা) | নতুন দাম (টাকা) |
---|---|---|
Realme 6 Pro | 16,999 | 17,999 |
Realme 6 | 12,999 | 13,999 |
Realme 5i | 8,999 | 9,999 |
Realme C3 | 6,999 | 7,499 |
Realme X2 | 16,999 | 17,999 |
Realme X2 Pro | 27,999 | 29,999 |
Realme X2 Pro Master Edition | 34,999 | 36,999 |
জানুয়ারিতে লঞ্চ হওয়া Realme 5i-এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। গত মাসে লঞ্চ হওয়া Realme C3 এর দাম 500 টাকা বেড়ে হয়েছে 7,499 টাকা। Realme X2-র দাম 1,000 টাকা বাড়লেও Realme X2 Pro-র দাম বাড়েনি। যদিও Realme 5, Realme 5s, Realme 5 Pro, Realme X ও Realme XT-র দাম 1,000 টাকা বাড়িয়েছে চিনের কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন