ডুয়াল সিম Realme 6 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে।
সফটওয়্যার আপডেট পেল Realme 6
Realme 6-এ সফটওয়্যার আপডেট পৌঁছতে শুরু করল। আপডেটের পরে এই ফোনে ক্যামেরা ও পারফর্মেন্সে উন্নতি হয়েছে। ওটিএ পদ্ধতিতে ধাপে ধাপে সব Realme 6 গ্রাহকের ফোনে আপডেট পৌঁছবে। যদিও কোম্পানির ওয়েবসাইট থেকে ফার্মওয়্যার ডাউনলোড করেও এই আপডেট ইন্সটল করা যাবে। RMX2001_11.B.27 ফার্মওয়ার ভার্সনে সাম্প্রতিকতম আপডেটের পরে Realme 6-এ এপ্রিলের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছবে।
ডুয়াল সিম Realme 6 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি FHD+ 90Hz ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G90T চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ।
Realme 6 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি ও 30W ফাস্ট চার্জিং। Realme 6 -এর ওজন 191 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features