Realme 6-এ সফটওয়্যার আপডেট পৌঁছতে শুরু করল। আপডেটের পরে এই ফোনে ক্যামেরা ও পারফর্মেন্সে উন্নতি হয়েছে। ওটিএ পদ্ধতিতে ধাপে ধাপে সব Realme 6 গ্রাহকের ফোনে আপডেট পৌঁছবে। যদিও কোম্পানির ওয়েবসাইট থেকে ফার্মওয়্যার ডাউনলোড করেও এই আপডেট ইন্সটল করা যাবে। RMX2001_11.B.27 ফার্মওয়ার ভার্সনে সাম্প্রতিকতম আপডেটের পরে Realme 6-এ এপ্রিলের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছবে।
ডুয়াল সিম Realme 6 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি FHD+ 90Hz ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G90T চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ।
Realme 6 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি ও 30W ফাস্ট চার্জিং। Realme 6 -এর ওজন 191 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন